13 cm ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব 5 cm হলে জ্যাটির দৈর্ঘ্য কত?
Correct Answer: Option D
ব্যাখ্যাঃ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে ।
প্রশ্নোল্লিখিত জ্যা-এর অর্ধেক = 132 - 52 = 169 - 25
= 144 = 12 cm
সুতরাং জ্যা-এর দৈর্ঘ্য 24 cm ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions