সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহৃত হয়?

A আর্গন

B হাইড্রোজেন

C সালফার

D ফসফরাস

Solution

Correct Answer: Option A

সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহৃত হয় । নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে সস্তা , বৈদ্যুতিক বাল্বে উচ্চ তাপে টাংস্টেন তারটি যেন জারিত হয়ে না যায় , তার জন্য নিষ্ক্রিয় আর্গন ব্যবহৃত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions