IDB এর সদস্য পদ লাভের জন্যে নিচের কোনটির সদস্য হওয়া লাগে?

A NAM

B OIC

C AIIB

D OPEC

Solution

Correct Answer: Option B

- IDB এর পূর্ণরূপ- Islamic Development Bank
- ইসলামী উন্নয়ন ব্যাংক ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
- ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি। সর্বশেষ সদস্য গায়ানা। 
- এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব। 
- আইডিবির সদস্য পদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে। 
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions