- IDB এর পূর্ণরূপ- Islamic Development Bank
- ইসলামী উন্নয়ন ব্যাংক ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
- ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি। সর্বশেষ সদস্য গায়ানা।
- এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব।
- আইডিবির সদস্য পদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।