কোন বিপ্লবের ফলে রাশিয়ার রাজতন্ত্রের পতন হয়?
Solution
Correct Answer: Option B
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লব নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ,ক্যারেনস্কি।a
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাশিয়ার রাজতন্ত্রের পতন হয়।১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব সংগঠিত হয়।এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।