সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
A এখানে সে ফিরে আসেনি
B সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
C তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
D তুমি তার কথা বিশ্বাস করো না
Solution
Correct Answer: Option B
সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় এগুলোর সংক্ষিপ্ত রূপ বসে।
A) এখানে সে ফিরে আসেনি: 'আসেনি' চলিত ভাষার ক্রিয়াপদ। সাধু রূপ হলো 'আসে নাই'।
B) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না: 'আসিবে', 'বলিয়া', 'করিতেছি না'—এই সবগুলোই সাধু ভাষার ক্রিয়াপদের পূর্ণরূপ। তাই এই বাক্যটি শুদ্ধ।
C) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন: 'হয়ে' এবং 'পড়েছেন' চলিত ভাষার ক্রিয়াপদ। সাধু রূপ হলো 'হইয়া' এবং 'পড়িয়াছেন'।
D) তুমি তার কথা বিশ্বাস করো না: 'তার' এবং 'করো না' চলিত ভাষার রূপ। সাধু রূপ হলো 'তাহার' এবং 'করিও না'।