No sooner do the bells ring than the curtain rose.
Solution
Correct Answer: Option D
"No sooner... than" একটি নির্দিষ্ট বাক্য গঠনরীতি অনুসরণ করে। এই রীতি অনুযায়ী, একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি কাজ শুরু হয়েছিল বোঝানো হয়।
- নিয়ম: No sooner + had + Subject + Verb-এর Past Participle (V3) form + than + Subject + Verb-এর Past tense (V2) form।
- প্রথম কাজটি (ঘণ্টা বাজা) দ্বিতীয় কাজের (পর্দা ওঠা) আগে ঘটেছিল, তাই প্রথম অংশে Past Perfect Tense ব্যবহৃত হয়।
- বাক্যটি "No sooner" দিয়ে শুরু হওয়ায় এখানে Inversion হয়, অর্থাৎ Auxiliary verb 'had' সাবজেক্টের আগে বসে।
প্রদত্ত বাক্যে, "the curtain rose" অংশটি Past Tense-এ আছে। তাই নিয়ম অনুযায়ী প্রথম অংশটি Past Perfect Tense-এ হবে।
- Ring (V1) - Rang (V2) - Rung (V3)।
- সঠিক গঠনটি হবে: had the bell rung।
সম্পূর্ণ সঠিক বাক্যটি হলো: No sooner had the bell rung than the curtain rose. (ঘণ্টা বাজতে না বাজতেই পর্দা উঠে গেল।)