কোনটি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য?

A কুয়েত

B লেবানন

C মিশর

D জর্ডান

Solution

Correct Answer: Option A

- উপসাগরীয় দেশগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ১৯৮১ সালে ছয়টি উপসাগরীয় দেশ নিয়ে গঠিত হয়েছিল GCC
- GCC-এর পূর্ণরুপ হল Gulf Cooperation Council
- সদস্য দেশগুলো হলো সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
- GCC-এর সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব কুয়েতের জসিম মোহাম্মদ আল্বুদায়ী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions