Solution
Correct Answer: Option B
- The Patriot' কবিতাটি Victorian Age এর অন্যতম লেখক Robert Browning কর্তৃক রচিত।
- এটি একটি চমকপ্রদ নাটকীয় কবিতা। এই কবিতায় কবি দেশপ্রেমিক ও জাতীয় কবিদের প্রতি সাধারণ জনগণের মনের পরিবর্তনশীলতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ।
- সাধারণ জনগণ যেমন দেশপ্রেমিকদেরকে সর্বোচ্চ শিখড়ে স্থান দিতে পারে, তেমনি মাটিতেও মিশিয়ে দিতে পারে।
- Browning এর অন্যান্য বিখ্যাত কবিতা হচ্ছে- My Last Duchess, Andrea Del Sarto, Fra Lippo Lippi, Rabbi Ben Ezra ইত্যাদি.