Which one of the following inventory costing methods is supposed to issue the most recently purchased goods?
Solution
Correct Answer: Option B
- LIFO পদ্ধতির মূল ধারণা হলো, "শেষে আসা পণ্য আগে যায়"।
- এই পদ্ধতি অনুযায়ী, গুদামে বা স্টোরে যে পণ্যগুলো সবচেয়ে শেষে বা সম্প্রতি কেনা হয়েছে, বিক্রয়ের সময় সেই পণ্যগুলোই আগে ইস্যু বা বিক্রি করা হয়েছে বলে ধরে নেওয়া হয়।
- এর ফলে, অবিক্রিত মজুদ বা ইন্ডিং ইনভেন্টরিতে পুরোনো পণ্যগুলো থেকে যায়, যেগুলোর ক্রয়মূল্য সাধারণত কম থাকে।
- মুদ্রাস্ফীতির সময় এই পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় (Cost of Goods Sold) বেশি দেখানো হয়, যা প্রতিষ্ঠানের করযোগ্য আয় কমাতে সাহায্য করে।