পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেঁয়াজ ক্রয় করা যায়। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত টাকা?
A ২০.০০
B ২০.২০
C ২১.২০
D ২১.০০
Solution
Correct Answer: Option C
১০০ টাকায় বৃদ্ধি পায় ৬ টাকা
১ '' '' '' ৬/১০০ ''
১০৬০ '' '' '' (৬x১০৬০)/১০০ = ৬৩.৬০ টাকা
এখন,
৩ কেজির বর্তমান মূল্য ৬৩.৬০ টাকা
.: ১ '' '' '' (৬৩.৬০)/৩ '' = ২১.২০ টাকা