Which of the following is known as plastic money?
Solution
Correct Answer: Option B
- 'প্লাস্টিক মানি' হলো নগদ টাকার একটি জনপ্রিয় বিকল্প, যা প্লাস্টিকের তৈরি কার্ডের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।
- এই কার্ড ব্যবহার করে পণ্য ক্রয় করা যায় বা এটিএম থেকে টাকা তোলা যায়।
- যেহেতু এই কার্ডগুলো প্লাস্টিকের তৈরি এবং টাকার মতো কাজ করে, তাই এদেরকে কথোপকথন ভাষায় 'প্লাস্টিক মানি' বলা হয়।
- ক্রেডিট কার্ড এর সবচেয়ে বড় উদাহরণ।
- এর পাশাপাশি ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং স্মার্ট কার্ডও প্লাস্টিক মানির অন্তর্ভুক্ত।