একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল 6 বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
ভূমি = x একক
উচ্চতা = x/3 একক
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
প্রশ্নমতে,
6 = (1/2) × x × (x/3)
⇒ x2 = 36
⇒ x2 = 62
∴ x = 6
∴ ভূমির দৈর্ঘ্য 6 একক