‘কামিজ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

A ইংরেজি

B হিন্দি

C পর্তুগিজ

D আরবি

Solution

Correct Answer: Option C

• পর্তুগিজ শব্দ :
- ইস্পাত, কামরা, কাকাতুয়া, কামিজ, কেদারা, কেরানি, আচার, আনারস, আতা, আলকাতরা, আলপিন, আলমারি, বােতাম, সাবান, সায়া, ইস্তিরি , গামলা, গুদাম, গির্জা, চাবি, জানালা, তামাক, তােয়ালে, পাদ্রি, পাউরুটি, পেঁপে, পেরেক, পেয়ারা, পিস্তল, ফিতে, বালতি, বাসন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions