‘প্রচ্ছদ’ শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
A প্র+ছদ
B প্ৰৎ+ছদ
C প্রচ্ছ+দ
D প্রচ্ছদ+অ
Solution
Correct Answer: Option A
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
- যেমন: প্র+ছদ (অ+ছ = চ্ছ)= প্রচ্ছদ।