Solution
Correct Answer: Option D
- "An eye for an eye, a tooth for a tooth" (চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত) নীতিটি প্রাচীন ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবির (খ্রিস্টপূর্ব ১৭৯২-১৭৫০) প্রণীত আইন সংকলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল।
- এই আইন 'কোড অফ হাম্মুরাবি' নামে পরিচিত এবং এটি পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন সংকলনগুলোর একটি।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল অপরাধের সাথে শাস্তির সামঞ্জস্য বিধান করা, অর্থাৎ অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি প্রদান করা।
- যদিও এই আইনটি কঠোর ছিল, তৎকালীন সমাজে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধ দমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতো।