'লম্বা দেয়া' বাগধারাটির অর্থ-

A পালানো

B দীর্ঘ বক্তৃতা

C উল্টাফল

D ঘরে যাওয়া

Solution

Correct Answer: Option A

- 'লম্বা দেওয়া' একটি বাংলা বাগধারা, যার আক্ষরিক অর্থ হলো দৌড়ে বা দ্রুতবেগে পালিয়ে যাওয়া।
- কোনো বিপদ বা অপ্রীতিকর পরিস্থিতি থেকে দ্রুত সরে পড়া বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
- যেমন: "চোরটি পুলিশের উপস্থিতি টের পেয়ে লম্বা দিল।"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions