একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
Solution
Correct Answer: Option D
গাড়ির চাকা প্রতি মিনিটে অর্থাৎ ৬০ সেকেন্ডে ঘোরে ৯০ বার।
সুতরাং, চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ৯০ ÷ ৬০ = ১.৫ বার।
আমরা জানি, একটি চাকা একবার সম্পূর্ণ ঘুরলে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে।
অতএব, ১ সেকেন্ডে চাকাটি ঘুরবে = ১.৫ × ৩৬০° = ৫৪০°।