Correct Answer: Option D
যুক্তরাষ্ট্রের ৪৪তম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথামূলক বই 'A Promised Land' এর প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৭ নভেম্বর, ২০২০ সালে। বইটি ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। ২০১১ সালের মে মাসে পাকিস্তানে বিশেষ সামরিক অভিযান চালিয়ে আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনার স্মৃতিচারণ, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালের স্মৃতি, জাতি হিসেবে আমেরিকানদের ঝাঁকুনি দেয়ার শক্তি, নিজেদের মধ্যে বিভেদ দূর করে সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বইটিতে প্রকাশ পায়।
তাঁর অন্যান্য বইসমূহ হলোঃ
- 'Dreams From My Father,
- The Audacity of Hope',
- 'Of Thee I Sing (শিশুদের জন্য রচিত)।
৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - Promise to keep
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions