রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন?
A ২৫০০ টাকা
B ২৮০০ টাকা
C ৬০০০ টাকা
D ৩০০০ টাকা
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে:
আসল (P) = ৫০০০ টাকা
বার্ষিক মুনাফার হার (r) = ১০% = ১০/১০০ = ০.১
সময় (n) = ৬ বছর
মুনাফা = ৫০০০ × (১০/১০০) × ৬
= ৫০০ × ৬
= ৩০০০ টাকা
সুতরাং, ৬ বছর পর তিনি ৩০০০ টাকা মুনাফা পাবেন।