খাদ্য অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা - ১১.০৮.২০০৬ (66 টি প্রশ্ন )
- ম্যানগ্রোভ বন হচ্ছে সমুদ্র-উপকূলবর্তী বন, যেখানে জোয়ারের সময় পানি উঠে এবং ভাটার সময় নেমে যায়।
- সাধারণত উপকূলের লবণাক্ত, কর্দমাক্ত ও আংশিক জলাবদ্ধ অঞ্চলে এই ম্যানগ্রোভ বনের সৃষ্টি হয়।
- লবণাক্ত মাটির কারণে এই বনের গাছগুলোর শিকড় বেশ ছড়ানো থাকে; কিন্তু মাটির গভীরে প্রবেশ করে না।
- পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তিনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমতে থাকে। এটা ত্বক সুন্দর রাখার পাশাপাশি হাড়, পেশি ও নখ সুস্থ রাখতেও সাহায্য করে।

মিষ্টি আলু: মিষ্টি আলুতে আছে ভিটামিন এ, যা কোলাজেন বাড়াতে সাহায্য করে। এটা কোলাজেন বৃদ্ধি করে সরাসরি কোষকে সুস্থ রাখে। মিষ্টি আলুর পাশাপাশি গাজর, আম ও ‍ফুটিও একই উপকারিতা দেয়।

কিউই: ভিটামিন সি সমৃদ্ধ সকল ফলের মধ্যে কিউইতে বেশি পরিমাণে ভিটামিন থাকে যা কোলাজেন বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড, কোষের কোলাজেনকে ঠিক রাখে। বেরি ও টক-জাতীয় ফল থেকে একই রকমের উপকারিতা পাওয়া যায়।

টমেটো: লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্টয়ের ভালো উৎস টমেটো, যা কোলাজেনের ক্ষয় কমায়। বাইরের দূষণ ও পরিবেশের কারণে হওয়া ত্বকের ক্ষতি দূর করতে টমেটো সাহায্য করে।

 


বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহারঃ

১. হাইড্রোমিটার: তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র।
২. অডিওমিটার: শ্রবণশক্তি পরীক্ষা করা হয়।
৩. ব্যারোমিটার: বায়ুর চাপ মাপক যন্ত্র।
৪. ক্যালরিমিটার: তাপের পরিমাপ করা হয়।
৫. ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপক যন্ত্র।
৬. বেকম্যান থার্মোমিটার: এর দ্বারা তাপমাত্রার সামান্যতম পরিবর্তনকে লিপিবদ্ধ করা হয়।
৭. ক্লিনিক থার্মোমিটার: মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৮. ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা পরিমাপতে এই যন্ত্র ব্যবহৃত হয়।
৯. ডায়নামোমিটার: বৈদ্যুতিক ক্ষমতা মাপা হয়।
১০. স্পিডোমিটার: চলমান বস্তুর গতি নির্ধারণে ব্যবহার করা হয়।

-পর্যায় সারণীর ১৮তম শ্রেণীর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে।  
-নোবেল গ্যাস গুলো হল : হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন , জেনন ইত্যাদি।
-ওজোন নোবেল গ্যাস নয়।ওজোন কড়া গন্ধযুক্ত হালকা নীল রঙের বিষাক্ত একটি গ্যাস। পৃথিবীপৃষ্ঠে ওজোন গ্যাসের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কাইটিস, এ্যাজমা ইত্যাদি হতে পারে।
- ইস্ট একটি ছত্রাক ।
- রুটি শিল্পে এর বহুল ব্যবহার রয়েছে ।
- ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ ও ইভারটেজ ইথানল উৎপাদনে এনজাইম হিসেবে কাজ করে ।
যখন বৃষ্টির পানির PH মান ৪ (চার) অথবা ৪ (চার) এর চেয়ে কম হয়, তখনই সেই বৃষ্টি কে অম্ল বৃষ্টি বা Acid rain বলে। PH হলো কোন তরলের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনত্বের পরিমান।
এসিড বৃষ্টির কুফল:
- খাওয়ার পানি দূষিত করে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়।
- মাটির PH মান পরিবর্তণ করে উর্বরতা নষ্ট করে।
- মাটির PH সাধারনত ৭- ৮ থাকে। কিন্তু এসিড বৃষ্টির ফলে উহা হ্রাস পায় এবং মাটির রাসায়নিক সমতা নষ্ট হয়ে যায়। মাটিতে ইসড বৃষ্টি জমে যাওয়াকে ইংরেজীতে Wet Deposition বলে।
- বিল্ডিং এবং ভাস্কর্য ক্ষয় প্রাপ্ত হয়।
- বনভূমি ধ্বংস প্রাপ্ত হয়।
- এসিড বৃষ্টি বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং নাইট্রাস অক্সাইড (NOx) এর আধিক্যের কারণে হয়।
- H₂SO₄ এবং HNO₃ বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টি তৈরি করে।
- এসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এটি জল, মাটি, বনজ সম্পদ এবং ভবন-নির্মাণের উপকরণ ক্ষতিগ্রস্ত করে।
-মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন দ্বি-অবতল ও চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল বর্ণের হয়।
-মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস বা ১২০ দিন।

লোহিত রক্ত কণিকার প্রধান কাজ গুলি হল-
1) অক্সিজেন কার্বন-ডাই-অক্সাইড পরিবহনের সাহায্য করা।
2) রক্তের সক্রিয়তা বজায় রাখা।
3) অম্ল বা ক্ষার সমতা বজায় রাখা।
4) রক্তের পজেটিভ বা ধনাত্মক ও নেগেটিভ বা ঋণাত্মক আয়নের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
রিকেটস (Rickets)
- ভিটামিন 'ডি' এর অভাবে এ রােগ হয়। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শােষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে এই ভিটামিন প্রয়ােজন। সুতরাং, রিকেটস্‌ রোগের ফলে হাড়ের গঠন ব্যাহত হয়।
- দুধ, মাখন, ডিম, সুর্যের আলো, কডলিভার তল ও হাঙ্গরের তেলে প্রচুর ভিটামিন "ডি' পাওয়া যায়।
- সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা থাকা কোলেস্টেরল থেকেও এটি তৈরি হয়, তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে।
- ওয়াটার গ্যাস হল একটি জ্বালানি গ্যাস যা প্রধানত হাইড্রোজেন (H₂) এবং কার্বন মনোক্সাইড (CO) গ্যাসের মিশ্রণ দিয়ে তৈরি।
- এই গ্যাসটি উচ্চ তাপমাত্রায় কয়লা বা জৈব পদার্থকে জলীয় বাষ্পের সাথে প্রতিক্রিয়া করিয়ে তৈরি করা হয়।

ওয়াটার গ্যাসের ব্যবহার:
- জ্বালানি: ওয়াটার গ্যাসকে বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।
- সিনথেটিক গ্যাসের উৎপাদন: ওয়াটার গ্যাসকে অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরির জন্য সিনথেটিক গ্যাস হিসাবে ব্যবহার করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। 
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।

- এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল।

- এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে ।

গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস
- ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
- ২১ মার্চ বিশ্ব বন দিবস
- ২২ মার্চ বিশ্ব পানি দিবস
- ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস
- ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস
- ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস
- ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস
- মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হলো প্রজাতান্ত্রিক ঐক্যতন্ত্রী মিয়ানমার।
- মিয়ানমারের রাজধানী নেপিডো।
- তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"।
এক নজরে ইরানঃ 
→ ইরানের পূর্ব নাম : পারস্য
→ পারস্য থেকে ইরান করা হয় : ১৯৩৫ সালে
→ ইরানের বর্তমান মুদ্রার নাম : তুমান (পূর্বে ছিল রিয়াল)
→ ইরান "ইসলামিক প্রজাতন্ত্র" ঘোষণা করে : ৯৭৯ সালে
→ ইরান উপনিবেশ ছিল : ব্রিটেনের
→ মধ্য প্রাচ্যের দেশ হয়েও আরব লীগের সদস্য নয় : ইরান
→ শাত-ইল-আরব একটি : -দ্বীপ
→ শাত-ইল-আরব অবস্থিত : ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে
→ এটিকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল : রান ও ইরাকের মধ্যে(১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত)
→ হরমুজ প্রণালি : তেল বাণিজ্যের জন্য বিখ্যাত
→ হরমুজ প্রণালির কাছে অবস্থিত একটি দ্বীপ : আবু মুসা দ্বীপ
→ আবু মুসা দ্বীপ নিয়ে দ্বন্দ্ব : ইরান ও UAE'র মধ্যে
→ বিশ্বের বৃহত্তম তেল শোধানাগার অবস্থিত : ইরানে
→ ইরানের গোয়েন্দা সংস্থা : ভিভাক, সাভাক
→ ইরানের সেনাবাহিনিকে বলে : রেভ্যুলিউশনারি গার্ড
→ ইরানের বিশ্ববিখ্যাত কবি : কবি ফেরদৌসী ও ওমর খৈয়াম
→ ইরানের ভাষা : ফারসি
→ শেখ সাদী : ফারসি ভাষার কবি
→ ইরানের বিখ্যাত চিকিৎসক, দার্শনিক ও গণিতবিদ : ইবনে সিনা
→ রাজধানী : তেহরান
→ ইরান সামরিক শক্তিতে বিশ্বে : ৪তম
→ অর্থনীতির মূলচালিকা শক্তি : তেল রপ্তানী
→ ইরানের আইসভা : এক কক্ষ বিশিষ্ট
→ বর্তমানে প্রদেশ রয়েছে : ৩০টি
→ ইরান : শিয়া প্রধান দেশ
→ রাষ্ট্রধর্ম : জাফরি শিয়া ইসলাম
→ আইনসভার নাম : মজলিস
→ জাতিসংঘের সদস্য হয় : ৪ অক্টোবর ১৯৪৫
→ প্রেসিডেন্টের মেয়াদ : ৪ বছর
→ গার্ডিয়ান কাউন্সিল : রানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান
→ শিরিন এবাদি : ইরানের একজন বিখ্যাত আইনজীবী ও মানবাধিকারকর্মী
→ ইরানের ইসলামি বিপ্লবের নায়ক : হুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি(১৯৭৯)
→ ইরানের উল্লেখযোগ্য পারমাণবিক চুল্লি ও পারমাণবিক স্থাপনা : বুশেহার পরমাণু চুল্লি,দারখুয়িন পরমাণু চুল্লি ও ইস্ফাহান পরমাণু চুল্লি
→ ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : বুশেহার নিউক্লিয়ার পাওযার প্লান্টি

-দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান, জার্মানি ও ইতালি শক্তিকে একত্রে অক্ষশক্তি বলে ।
-জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ ঘাঁটি আক্রমণ করে।
-এজন্য ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬ জুন ১৯৪৫ সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এর সম্মেলনে মিলিত হন ।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে গৃহীত হয় 'জাতিসংঘ সনদ' ।
- সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন ।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- বেলফোর ঘোষণা হয় ২রা নভেম্বর ১৯১৭ সালে ,যা ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে ।
- ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে পত্রটি লিখা হয় ইতিহাসে তা বেলফোর ঘোষনা নামে পরিচিত।
- ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে।
- সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ১৪ মে ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীনতা ঘোষণার ১১ মিনিটের মাথায় স্বীকৃতি প্রদান করে।
২০ মে, ২০০২ ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ‘দিলি’।
পক্ষান্তরে,
- ‘লাসা’ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী,
- ‘পোর্টো-নোভা’ হচ্ছে বেনিনের রাজধানী এবং
- ‘তিয়েন আন মেন’ চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত একটি ঐতিহাসিক স্কয়ার।
 ১৯৮২ সালে সামরিক অভিযানের মাধ্যমে আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিলে ব্রিটেনের সাথে দেশটির সামরিক সংঘর্ষ বেধে যায়। শেষ পর্যন্ত যুদ্ধে আর্জেন্টিনা ব্রিটেনের কাছে পরাজিত হয় এবং ব্রিটেন দ্বীপটির ওপর তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে।
 

মালিকানা নিয়ে বিরোধযুক্ত কয়েকটি দ্বীপ : 

♦ পেরোজিল বা লায়লা দ্বীপ – স্পেন ও মরক্কো।
♦ শাখানিল দ্বীপপুঞ্জ – রাশিয়া ও জাপান।
♦ শাত-ইল-আরব – ইরান ও ইরাক।
♦ প্যারোসেল দ্বীপ – চীন ও তাইওয়ান।
♦ স্প্রাটলি দ্বীপপুঞ্জ – চীন ও ভিয়েতনাম।
♦ আবু মুসা দ্বীপ – আরব আমিরাত ও ইরান।
♦ কুরিল দ্বীপপুঞ্জ – রাশিয়া ও জাপান।
♦ ফকল্যান্ড দ্বীপ – ব্রিটেন ও আর্জেনটিনা।
♦ হাসিন দ্বীপপুঞ্জ – ইয়েমেন ও ইরিত্রিয়া।

- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তাকে ন্যায়পাল বলে। তিনি সরকার, মন্ত্রণালয়, সরকারি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করেন।

- বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পর্যায়ে ন্যায়পাল নিয়োগ করার বিধান রয়েছে। ন্যায়পাল অভিযোগ সম্পর্কে তদন্ত রিপোর্ট করেন কিন্তু বাস্তবায়ন করতে পারেন না।

- বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে। ১৯৭২ সাল থেকে সংবিধানে ন্যায়পালের বিধান রয়েছে। ১৯৮০ সালে ন্যায়পাল নিয়োগ ও তাঁর দায়িত্ব নির্ধারণ করে Ombudsman Act প্রণয়ন করা হয়।


- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- বাংলাদেশের সংবিধান লিখিত, যা ১১টি ভাগে বিভক্ত এবং এর অনুচ্ছেদ ১৫৩।
- এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে কার্যকর হয়।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীর শ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।
- পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসরুর ঘাঁটির চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে।
- পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়ার ২৫ বছর পর, ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
- তাকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়।
- এই গোরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানকেও সমাহিত করা হয়।
গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি চরের নাম ও অবস্থানঃ 
- ‘দুবলার চর’: সুন্দরবনের দক্ষিণ উপকূলে
- ‘চর মানিক’, ‘চর নিউটন’ ও ‘চর জব্বার’,‘চর কুকড়ি মুকড়ি’, ‘চর নিজাম’, ‘চর মনপুরা’, ‘চর মনপুরা’,‘চর ফয়েজ উদ্দিন’,‘চর জংলী’: ভোলা জেলায়
- ‘চর আলেকজান্ডার’ : লক্ষীপুরের রামগতিতে
- ‘উড়ির চর’ : সন্দ্বীপ
- ‘চর শ্রীজনী’ ও ‘চর শাহাবানী’ : হাতিয়ায়
- ‘চর গজারিয়া’ : লক্ষীপুরে
- ‘মহুরীর চর’ : ফেনী জেলায়
- ‘নির্মল চর’ : রাজশাহী জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ছোট এক টুকরো জমি । (দৈর্ঘ্য ৩,০০০ ফুট এবং প্রস্থ ২০০ ফুট) ।
- ‘পাটনির চর’ : সুন্দরবনে। 
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন-
• শুরু : ৩০ জানুয়ারি ২০২৪
• শেষ: ৫ মার্চ ২০২৪
• কার্যদিবস : ২২
• বিল পাস: ২টি ।
• ৫ মার্চ ২০২৪ জাতীয় সংসদে 'আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০২৪' ও "অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' পাস হয়।
- সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, “সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবী করিবেন ।”
- সুতরাং বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে।
- ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর অন্যতম হলো লালবাগ দুর্গ।
- এর পূর্বনাম ছিল আওরঙ্গবাদ দুর্গ।
- সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহাজাদা আজম ১৬৭৮ খ্রিষ্টাব্দে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এবং সুবাদার শায়েস্তা খান ১৬৮২ সালে তা সম্পন্ন করেন।
(6, -5) বিন্দুটি প্রতিটি সমীকরণে বসিয়ে দেখি

A) 3x - 5y = -7 ; 5x + 4y = 10
3(6) - 5(-5) = 18 + 25 = 43 ≠ -7 (মিলে না)
5(6) + 4(-5) = 30 - 20 = 10 (মিলে)

B) 3x + 5y = -7 ; 5x - 4y = 10
3(6) + 5(-5) = 18 - 25 = -7 (মিলে)
5(6) - 4(-5) = 30 + 20 = 50 ≠ 10 (মিলে না)

C) 3x + 5y = -7 ; 5x + 4y = 10
3(6) + 5(-5) = 18 - 25 = -7 (মিলে)
5(6) + 4(-5) = 30 - 20 = 10 (মিলে)

D) 3x - 5y = 7 ; 5x + 4y = 10
3(6) - 5(-5) = 18 + 25 = 43 ≠ 7 (মিলে না)
5(6) + 4(-5) = 30 - 20 = 10 (মিলে)

সুতরাং, (6, -5) বিন্দুটি শুধুমাত্র C অপশনের উভয় সমীকরণকে সন্তুষ্ট করে।


√x + 1/√x = a
বা, (√x + 1/√x)² = a²
বা, x + 2 + 1/x = a²
বা, x + 1/x = a² - 2

x² + 1/x²
= (x + 1/x)²

বা,(x + 1/x)² = (a² - 2)²
বা, x² + 2 + 1/x² = a⁴ - 4a² + 4
বা, x² + 1/x² = a⁴ - 4a² + 4 - 2

সুতরাং, x² + 1/x² = a⁴ - 4a² + 2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ত্রিভুজের কোনো বাহু বর্ধিত করা হলে উৎপন্ন বহিঃস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান । 

তাহলে,
∠ACD = ∠ABC + ∠BAC
∠ACD = 90o + 60o
∠ACD = 150o
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0