খাদ্য অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫.১১.২০২১ (100 টি প্রশ্ন )
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷
- এটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রঃ
- নবকুমার ও
- কপালকুণ্ডলা।

এই উপন্যাসের বিখ্যাত উক্তিঃ
- 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট কোয়ালিশন সরকার গঠিত হয়।
- মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের এ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন “শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন মন্ত্রী'।
- এর আগে ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তিনি ছিলেন ‘কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন' বিষয়ক মন্ত্রী।
- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- বিপ্রতীপ কোণগুলোর সমষ্টি ৩৬০° 
Proclaim-ঘোষণা
pronounce-উচ্চারণ
declare-ঘোষণা
announce-ঘোষণা করা
circulate-প্রচলন

Example:
The principal took to the loudspeaker to announce the winners of the school's science fair.
(স্কুলের বিজ্ঞান মেলার বিজয়ীদের নাম ঘোষণা করতে অধ্যক্ষ লাউডস্পীকারে নিয়ে যান।)
১. "Wonder" হল একটি noun বা বিশেষ্য। এটি বিস্ময়, আশ্চর্য বা কৌতূহল বোঝাতে ব্যবহৃত হয়।

২. "Wonderful" হল একটি adjective বা বিশেষণ। এটি কোনো কিছুকে চমৎকার বা অসাধারণ হিসেবে বর্ণনা করতে ব্যবহৃত হয়।

৩. "Wonderfully" হল একটি adverb বা ক্রিয়াবিশেষণ। এটি কোনো ক্রিয়া বা বিশেষণকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা দর্শায় কিভাবে কিছু চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।

৪. "Wondering" হল "wonder" ক্রিয়ার present participle রূপ। এটি চলমান ক্রিয়া বা বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

এই চারটির মধ্যে কেবল "Wonder" হল একটি noun বা বিশেষ্য, তাই এটিই সঠিক উত্তর।
রফিক ১ দিনে করে ১/১০ অংশ
শফিক ১ দিনে করে ১/১৫ অংশ

দুজনে ১ দিনে করে = (১/১০)+(১/১৫) অংশ
                        = (৩+২)/৩০ অংশ
                        = (৫/৩০) অংশ
                        = ১/৬ অংশ

১/৬ অংশ করবে ১ দিনে
১ অংশ করবে (১×৬)/১ দিনে
                 = ৬ দিনে
"Phenomenon" শব্দটি গ্রীক ভাষা থেকে এসেছে এবং এর plural form বা বহুবচন রূপ নিয়মিত ইংরেজি শব্দের মতো গঠিত হয় না। এটি একটি irregular plural বা অনিয়মিত বহুবচন।

১. "Phenomenon" হল singular form বা একবচন।

২. এর সঠিক plural form বা বহুবচন হল "phenomena"।

মনে রাখার বিষয়:
- অনেক গ্রীক উৎসের শব্দের ক্ষেত্রে, "-on" দিয়ে শেষ হওয়া singular form এর plural form "-a" দিয়ে শেষ হয়।
- উদাহরণস্বরূপ: criterion → criteria, automaton → automata।

তাই, "phenomenon" এর সঠিক plural form হল "phenomena"।
- হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- এই লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাজ্য ভিত্তিক ‘চ্যানেল ফোর' এর এশিয়ান প্রতিনিধি জনাথন মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বলে আখ্যায়িত করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
3x + 3x + 3x  
= 3 . 3x 
= 3x + 1
- কোনো কিছুর জন্য সাগ্রহে প্রতীক্ষা করা' অর্থে look forward to এর পরে gerund (v + ing) বসে।
- I am looking forward to seeing you- আমি তোমাকে দেখার জন্য সাগ্রহে প্রতিক্ষা করছি।
Silver tongue - a tendency to be eloquent and persuasive in speaking; মিষ্টভাষী।
এই বাক্যটি Future Perfect Tense এর একটি উদাহরণ। Future Perfect Tense ব্যবহৃত হয় যখন আমরা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পন্ন হওয়ার কথা বলি।

Future Perfect Tense এর গঠন:
Subject + will + have + Past Participle

এই ক্ষেত্রে:
- "He" হল subject
- "will have" হল auxiliary verb
- "reached" হল main verb এর past participle form

বাক্যটির অর্থ হল: সে রাত ১০টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবে।

অন্য অপশন গুলি কেন ভুল:

A) "shall" - এটি সাধারণত first person (I/we) এর সাথে ব্যবহৃত হয় এবং future simple tense এ।

B) "will has" - গঠনগতভাবে ভুল। "will" এর পরে সবসময় verb এর base form বসে।

D) "will" - এটি future simple tense এর জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে আমরা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন হওয়ার কথা বলছি।

তাই, "will have" হল সঠিক উত্তর, যা Future Perfect Tense গঠনে ব্যবহৃত হয়।
- ১৯৪০ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়।
- বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন।
- লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
- এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না।
- তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব' হিসেবে পরিচিতি লাভ করে।
- কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
- এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
-কতগুলও যুগ্নশব্দ পরস্পরের ওপর নির্ভরশীল, সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়। যেমনঃ
-যথা-তথা,
-যত-তত,
-যখন-তখন,
-যেমন-তেমন ইত্যাদি। 
- কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
পঙ্কে জন্মে যা=পঙ্কজ।
পকেট মারে যে= পকেটমার;
বর্ণ চুরি করে যে= বর্ণচোরা;
গায়ে পড়া এক্সে= গায়েপড়া;
শিরো ধার্য যা= শিরোধার্য;
জাদু করে যে= জাদুকর ইত্যাদি।
মনে করি,উভয়পদ থেকে বিয়োগকৃত সংখ্যাটি x
শর্তমতে, (16-x)/(25-x)=1/2
⇒ 32-2x=25-x
∴ x=7
- পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চরণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এ রূপে এক সঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর বা দ্বিস্বর বলা হয়।

- বাংলা ভাষায় ২৫টি যৌগিক স্বরধ্বনি রয়েছে।

- বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির বা যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ(অ + ই) এবং ঔ(অ + উ) বা (ও + উ)। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনো বর্ণ নেই।
- ভাষার মূল উপকরণ : বাক্য
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে। 
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যে বিশেষণ, বিশেষিত পদের পরে বসে তাকে বিধেয় বিশেষণ বলে। বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে।
- যেমনঃ এই পুকুরের পানি ঘােলা। এই বাক্যে ‘ঘােলা’ বিধেয় বিশেষণ।
১০৫০ টাকার ৮%
=১০৫০ × ৮/১০০
= ৮৪ টাকা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় ৭ অক্টোবর, ২০২০।
- দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করে ।

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী'।
- ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়।
- মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। 
- ১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন।
- এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
- গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার।
- বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন।
১০০ টাকার ১ বছরের সুদ  ৫ টাকা 
১২০ টাকার ৩ বছরের সুদ = (৫ X ৩ X ১০০)/১২০ টাকা  
                               = ১৮ টাকা 
∴ সুদাসল  (১০০+ ১৮ ) টাকা = ১১৮ টাকা   
- since ব্যবহৃত হয় কোন কাজের শুরুর সময় বুঝাতে।
- যেমনঃ It has been raining since morning অর্থাৎ, সকাল থেকে শুরু হয়ে এখন অবধি) বৃষ্টি হচ্ছে।
- For ব্যবহৃত হয় কোন কাজ কতক্ষণ ধরে চলছে তা বুঝাতে।
- যেমনঃ It has been raining for two hours অর্থাৎ, দুই ঘন্টা (মোট সময়) ধরে বৃষ্টি হচ্ছে। এ বাক্যে বোঝানো হয়েছে বহুদিন ধরে তার কাছ থেকে শুনিনি।
- তাই since যুক্ত অপশন দুটো ভুল।
- এছাড়া, Negative sentence এ সাধারণত for long ব্যবহৃত হয়।
- প্রেক্ষাপটে অর্থের ভিন্নতায় for a long time ও সঠিক যেমনঃ I have not heard from him for a long time .
- শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল অখন্ড সংখ্যাই পূর্ণ সংখ্যার আওতাভুক্ত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক এবং শূন্য মিলে যে সংখ্যা গঠিত হয় তাকে পূর্ণ সংখ্যার সেট বলে ।যেমনঃ - 3, - 2, - 1, 0, 1, 2, 3, ইত্যাদি পূর্ণসংখ্যার উদাহরণ ।
- সকল পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয় ।
- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু।
- ধাতু তিন প্রকার। যথা-মৌলিক ধাতু, সাধিত ধাতু, ও যৌগিক ধাতু ।
- মৌলিক ধাতু কিংবা কোনো নাম শব্দের সাথে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়,তাকে সাধিত ধাতু বলে।
• সরল কোণঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে।
• এক সরলকোণ = ১৮০°
এই প্রশ্নে সঠিক preposition বা অনুসর্গ নির্বাচন করতে হবে। "among" হল সঠিক উত্তর কারণ:

১. "Among" ব্যবহৃত হয় যখন তিন বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বা তুলনা করা হয়।

২. বাক্যটিতে "four girls" উল্লেখ করা হয়েছে, যা তিনের বেশি।

অন্যান্য অপশন গুলি কেন ভুল:

A) "About" - এটি সাধারণত কোনো বিষয় বা তথ্য সম্পর্কে বলতে ব্যবহৃত হয়, তুলনার জন্য নয়।

B) "Between" - এটি সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। চারজনের মধ্যে তুলনার জন্য এটি উপযুক্ত নয়।

D) "On" - এটি সাধারণত কোনো কিছুর উপরে থাকা বা কোনো বিষয়ে আলোচনা করতে ব্যবহৃত হয়, তুলনার জন্য নয়।

মনে রাখার বিষয়:
- "Between" ব্যবহৃত হয় দুটি জিনিসের মধ্যে।
- "Among" ব্যবহৃত হয় তিন বা তার বেশি জিনিসের মধ্যে।

সুতরাং, "Make a comparison among the four girls" হল সঠিক বাক্য গঠন।
মাইকেল মধুসূদন দত্তের-
- প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)।
- প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)।
- মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)।
- শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।

♦ সাহিত্য স্বীকৃতি :
১.আধুনিক বাংলা কবিতার জনক
২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা।
৪.সার্থক প্রহসন রচয়িতা।
৫.সার্থক নাটক রচয়িতা।
৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।

♦ সাহিত্য কর্ম:
- মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য।
- গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি।
- নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন।
- প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ, একেই কি বলে সভ্যতা
- গদ্যকাব্য : হেক্টর বধ
- ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইংরেজি ভাষায় adjective বা বিশেষণের তিনটি degree বা মাত্রা রয়েছে:

১. Positive degree: মূল বিশেষণ (যেমন: dirty)
২. Comparative degree: দুটি জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় (যেমন: dirtier)
৩. Superlative degree: তিন বা তার বেশি জিনিসের মধ্যে সর্বোচ্চ মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়

"Dirty" শব্দের superlative degree হল "dirtiest"।

নিয়ম:
- যে সব adjective এর শেষে 'y' থাকে, সেগুলোর superlative form বানাতে 'y' কে 'i' তে পরিবর্তন করে '-est' যোগ করতে হয়।

অন্যান্য অপশন গুলি কেন ভুল:

A) "Dirtyest" - বানান ভুল। 'y' কে 'i' তে পরিবর্তন করা হয়নি।

B) "Dirtly" - এটি কোনো প্রকৃত শব্দ নয়।

C) "Dirtier" - এটি comparative degree, superlative নয়।

মনে রাখার বিষয়:
- Short adjectives (এক বা দুই syllable বিশিষ্ট): সাধারণত '-er' (comparative) এবং '-est' (superlative) যোগ করে।
- Long adjectives (তিন বা তার বেশি syllable বিশিষ্ট): 'more' (comparative) এবং 'most' (superlative) ব্যবহার করে।

সুতরাং, "dirty" এর superlative degree হল "dirtiest"।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0