নিরাপদ খাদ্য অধিদপ্তর (বিভিন্ন পদ) - ২৮.০৬.২০১৯ (30 টি প্রশ্ন )

  আমরা জানি, ত্রিভুজের অর্ধপরিসীমা S = \(\frac{{a + b + c}}{2}\) 

  এখানে, a = 42cm; b = 34cm;  c = 20cm   

    => S = \(\frac{{42 + 34 + 20}}{2}\) cm 

    => S = \(\frac{{96}}{2}\) cm 

         S = 48 cm 

অতএব, ত্রিভূজটির ক্ষেত্রফল = \(\sqrt {S(S - a)(S - b)(S - c)} 

= \sqrt {48(48 - 42)(48 - 34)(48 - 20)} \) 

= \(\sqrt {48 \times 6 \times 14 \times 28} 

= \sqrt {112896} \) = 336 বর্গ সেন্টিমিটার 


ধরি, প্রস্থ = x এবং দৈর্ঘ্য = x + 4

প্রশ্নমতে, x(x+4) = 192

⇒ x2 + 4x - 192 = 0

⇒ x2 + 16x - 12x - 192 = 0

⇒ x(x+16) - 12 (x + 16) = 0

⇒ (x + 12) (x + 16) = 0

⇒ x - 12 = 0       [ x + 16 = 0 হলে = - 16 হয়, যা গ্রহনযোগ্য নয়; কারণ প্রস্থ ঋণাত্মক হয় না ]

⇒ x = 12

∴ দৈর্ঘ্য = 12 + 4 = 16 এবং পরিসীমা = 2(16+12) = 56
300 টাকার 4 বছরের মুনাফা = (300 × 4) =1200 টাকায় 1 বছরের মুনাফা
400 টাকার 5 বছরের মুনাফা = (400 × 5) = 2000 টাকায় 1 বছরের মুনাফা

এখন,
(1200 + 2000) বা, 3200 টাকার 1 বছরের মুনাফা = 148 টাকা
1 টাকার 1 বছরের মুনাফা = 148/3200 টাকা
∴ 100 টাকার 1 বছরের মুনাফা = (148 × 100)/3200 টাকা = 4.625 টাকা 
আমরা জানি,
সামান্তরিকের পরিসীমা = 2 × সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি
= 2 × (7 + 5)
= 24 সে.মি.
দেওয়া আছে,
x + y = 3
xy = 2

∴ x3 + y3
= (x + y)3 - 3xy(x + y)
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
দেওয়া আছে
f(x) = x2 - 5x + 6
এবং f(x) = 0

এখানে
x2 - 5x + 6 = 0
⇒ x2 - 2x - 3x + 6 = 0
⇒ x(x - 2) - 3(x - 2) = 0
⇒ (x - 2)(x - 3) = 0

হয়, x - 2 = 0
⇒ x = 2
অথবা, x - 3 = 0
⇒ x = 3
• .ini বা .inf হলো System file. 
• .htm, .html, .xhtml হলো হাইপারটেক্সট সম্পর্কিত File.
• ইমেজ File গুলো হলো .bmp, .dds, .gif, .jpj, .jpeg, .psd ইত্যাদি
Hyper Text Markup Language ( HTML ) প্রকৃত অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয় বরং একটি Mark up ভাষা যা Mark up Tag এর সমন্বয়। ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব Markup Tag গুলো ব্যবহার করা হয়ে থাকে।
'বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ ' এ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম হ্যাট্রিক করেন ভারতের মো. শামী।
- দ্বিতীয় হ্যাট্রিক করা বোলার হচ্ছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (অস্ট্রেলিয়ার বিপক্ষে)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরী করা হয়েছে।
- এ প্রকল্প এলাকাটি উদ্ধোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি।
- এর নকশা পরিকল্পনাকারী হলেন - এহসান খান। 
- এহসান খান একজন বাংলাদেশি স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
- তিনি স্থাপত্য উপদেষ্টা প্রতিষ্ঠান এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা।
- ২০১০ সালে এহসান খান তার ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকল্পের জন্য আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার-এর জন্য মনোনীত হন।
- ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ।
- এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।
- বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে। 
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে। 
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। 
- সদস্য সংখ্যা - ১৯৪টি, 
- এর সদরদপ্তর - রোম, ইতালি।

Zest : প্রবল উৎসাহ ও আনন্দ, উচ্ছ্বাস

Enthusiasm : প্রবল উৎসাহ বা উদ্দীপনা 

Passive : নিস্ক্রিয়

Disgust : বিতৃষ্ণা

Various : বিভিন্ন 
• 'Spill the beans' ( কারো গোপনীয়তা প্রকাশ করা) idiom-টির অর্থ- Reveal someone's secret.
Sentence টি Present Indefinite tense এ আছে।
Present Indefinite Tense এর Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম:
Object টি subject হয় + am/is/are বসে + মূল verb এর past participle বসে + by বসে + subject টির objective form বসে।

Active: They greet me cheerfully every morning.
Passive: I am greeted cheerfully by them every morning.
Prodigal শব্দের অর্থ হচ্ছে lavish (অপব্যয়ী/অপচয়কারী)

Example:
-The prodigal gambler soon found that he couldn't afford even a two -dollar bet (অপব্যয়ী জুয়াড়ি কিছুক্ষণ পরই টের পেল যে তার আর দু ডলারের বাজি ধরারও সামর্থ্য নেই )

-Every prodigal, therefore, is a public enemy; every frugal man a public benefactor. (তাই প্রত্যেক অপব্যয়কারী জনগণের শত্রু; প্রত্যেক মিতব্যয়ী মানুষ জনহিতকর।)

Synonyms:
-wasteful
-extravagant

Antonyms:
-careful
-prudent
-economical
-frugal
-thrifty
-chary
ENORMOUS শব্দের অর্থ বিশাল । এর বিপরীত শব্দ হল Tiny যার অর্থ হল ক্ষুদ্র । 
 
For example , 
The elephant was enormous in size compared to the other animals.( অন্যান্য প্রাণীর তুলনায় হাতিটি আকারে বিশাল ছিল।) 
 
Soft - নরম
Weak -দুর্বল
Hard - শক্ত 

Infection - সংক্রমণ
Infectious/Contagious  - সংক্রামক 
Fatal - মারাত্মক
Incurable - নিরাময়যোগ্য 

এখানে, সঠিক উত্তর Infections হবে। 

নির্দিষ্ট সময় বুঝাতে, সময়ের পূর্বে Preposition 'in' ব্যবহৃত হয়। 

Please wait for me. I will be finished in five or ten minutes.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বিলম্ব বা দেরি বোঝাতে late এর পরে for ব্যবহৃত হয়।
Get over: (অসুস্থতা, আঘাত, বিস্ময় ইত্যাদি) কাটিয়ে ওঠা, জয় করা; দমন করা অথবা  কাউকে ভুলে যাওয়া।

He got over his illness quickly.
- বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তন মাইকেল মধুসূদন দত্ত । তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন । সনেটকে বাংলায় বলা হয় 'চতুর্দশপদী কবিতা' ।
 - সনেট কবিতার একটি বিশেষ রুপকল্প। একটি সনেটে ১৪ চরণ থাকে। এ ১৪ চরণ ৮ চরণ ও ৬ চরণে বিভাজিত হয়। প্রথম ৮ চরণকে অষ্টক আর শেষ ৬ চরণকে বলে ষটক।
 - মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
 - বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ সর্বপ্রথম সনেট এবং মহাকাব্য রচনা করেন।
 - ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম 'মুহূর্তের কবিতা'।
 - সনেটের জনক 'ইটালীর পেত্রার্ক'

বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমুহঃ আলখাল্লা, উজবুক, কাঁচি, কাবু, কুলি, বাহাদুর, বেগম, মুচলেকা, লাশ, মোগল, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা, চকমক, তোপ, বন্দুক, বাবা, বাবুর্চি, সওগাত ইত্যাদি ।
যে নারীর স্বামী ও পুত্র নেই= অবীরা । 
যে নারীর বিয়ে হয় না= অনূঢ়া ( আইবুড়ো অর্থে ) । 
যে নারীর ( মেয়ের ) বিয়ে হয় নি = কুমারী । 
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া ।
শুদ্ধ বানান- প্রত্যুদগমন
ব্যাকরণগত নানা ত্রুটি-বিচ্যুতির (সাধু ও চলিত রীতির মিশ্রণ, বানানগত ত্রুটি পদের অপপ্রয়োগজনিত ত্রুটি) ফলে বাক্য অশুদ্ধ বা ভুল হতে পারে । প্রদও 'খ' অপশনের বাক্যটিতে বানানগত ত্রুটি রয়েছে । বাক্যটির 'দারিদ্র' বানানের স্থলে 'দারিদ্র্য' হলে তা সঠিক হতো ।
বাক্যের মধ্যে ব্যবহারের সময় যে পদের কোনো পরিবর্তন ঘটে না, তাকে অব্যয় পদ বলে।
যেমনঃ এবং, ও, আর, কার্যত, যেন, বরং।
সুতরাং, 'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' একটি অব্যয় পদ।
'ভানুমতির খেল' প্রবচনটির অর্থ - অবিশ্বাস্য ব্যাপার, ম্যাজিক বা ভেলকিবাজি 
'করণ' শব্দটিকে অর্থ যন্ত্র, সহায়ক বা উপায় । ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে । যেমনঃ বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু । এখানে 'চিনিপাতা' হলো 'দই' এর উপকরণ । কারণ; চিনিপাতার মাধ্যমে দইয়ের গুনাগুন প্রকাশ [আচ্চে । তাই 'চিনিপাতা' শব্দটি করণ কারক ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কন্যার সমার্থক শব্দ আত্মজা, নন্দিনী, মেয়ে , তনয়া, দুহিতা, ঝি, বেটি ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0