খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-১৯.১১.২০২১ (99 টি প্রশ্ন )
- 'কেউ কোন কিছু না করে পারে না ' অর্থে can't help /couldn't help এর পরে verb এর সাথে ing বসে ।
- I can't help smoking -আমি ধূমপান না করে পারি না
- সাধারণত active voice -এ auxiliary verb মূল verb হিসেবে ব্যবহৃত হলে এই ধরনের বাক্যকে passive করার নিয়ম: sub+auxiliary verb+considered +বাকী অংশ ।
- সুতরাং যেহেতু প্রশ্নে প্রদত্ত passive voice টি এই structure follow করে গঠিত হয়েছে ।
- তাই বাক্যটির active structure হল sub+verb +বাকী অংশ ।
- অর্থাৎ Trees are our best friend হবে সঠিক উত্তর ।
- 'কারো ইতিবাচক বাক্যের সাথে একমত প্রকাশ্যের ক্ষেত্রে so +auxiliary +sub এই inversion টি ব্যবহৃত হয় ।
- এক্ষেত্রে auxiliary verb টি সর্বদাই প্রথম verb এর tense অনুসারে বসে।
- সুতরাং শূন্যস্থানে 'so do we' inversion টি বসালে বাক্যটি অর্থপূর্ণ হয় ।
- Runa wants to go home and so do we -রুনা বাড়ি যেতে চায় ,আমরাও তাই চাই ।
- সাধারণত The এবং of এর মাঝে verb+ing বসলে একে verbal noun বলে।
- সুতরাং The writing of a good letter is difficult হল verbal noun এর উদাহরণ
- The Gift of the Magi হল O'Henry এর লেখা একটি ছোট গল্প ।
- যে গল্পে একটি couple এর ত্যাগ ও ভালবাসা ফুটিয়ে তুলা হয়েছে খুব সুন্দরভাবে ।
- এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে Jim এবং Della
- O'Henry ছিলেন একজন আমেরিকান লেখক ।
- তাঁর আসল নাম হল -William Sidney porter .
- তিনি মূলত একজন ছোট গল্পকার ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে -A Retrived Reformation ,Sixes and Sevens ,Roads of Destiny ,The Duplicity of Hargraves .


- অপশনগুলোর মধ্যে incorrect sentence -টি হল I am usually feeling tired after lunch .
- সাধারণত Feel,taste,smell ,seem,appear ,hate ,love ,know ইত্যাদি verb গুলো continuous tense এ ব্যবহৃত হয় না ।
- সুতরাং বাক্যটির শুদ্ধরুপ হবে I usually feel tired after lunch.
Camouflage (ছদ্মবেশ ) এর synonym হচ্ছে disguise (ছদ্মবেশ ) ।
Heavy -ভারী ;
dangerous -ভয়ংকর ;
difficult -কঠিন ।
- Egalitarian (সমানিধিকারী ) এর antonym হচ্ছে elitist(অভিজাত) .
- অর্থাৎ egalitarian বলতে এমন এক সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সমস্ত মানুষকে সমান মর্যাদা দেওয়া হয় । অন্যদিকে elitist বলতে সুবিধাপ্রাপ্ত নির্দিষ্ট একশ্রেণির মানুষকে বোঝায় ।

- Level: সমতল, মসৃণ; 
- Even: সমান
- Equal: সমসংখ্যক; সমান পরিমাণের।
present indefinite tense -এ থাকা active বাক্যকে passive করার নিয়ম -object কে subject +am/is/are+v3+in/by/with+subject কে object .অর্থাৎ সঠিক passive form -All the good qualities are embodied in my teacher .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
present perfect tense -এ থাকা interrogative sentence -কে indirect করার নিয়ম -sub+ask/demand of +obj +wh word+sub+had +v3+object অর্থাৎ সঠিক indirect form -He demanded of me why I had beaten his dog .
Belated (বিলম্বিত ) এর synonym হচ্ছে Tardy (বিলম্বিত) ।

অন্যান্য অপশনঃ
- Complaining : অভিযোগ করা
- Off hand : অপ্রস্তুত, তাৎক্ষণিক
- Weak : দুর্বল। 
Achilles' heel (দুর্বল জায়গা ) idiom টির অর্থ A weak point.
- চৌদ্দ লাইনের গীতি কবিতাকে sonnet বলে।
- Italian শব্দ sonetto থেকে sonnet শব্দটির উদ্ভব।
- ইতালির Francesco Petrach -কে Father of Sonnet বলা হয়।

- “সনেট”(sonetto) শব্দটি ইতালীয় সনেটো থেকে এসেছে, যার অর্থ সামান্য শব্দ বা গান।
- একটি সনেট এমন একধরণের কবিতা যা চৌদ্দ লাইনের দৈর্ঘ্য এবং একটি ছড়া পরিকল্পনা অনুসরণ করে।
- সনেটগুলি সাধারণত দুটি বিপরীত চরিত্র, ইভেন্ট, বিশ্বাস বা আবেগকে দেখায়।

- Ballad: গাথা [A ballad is a song that tells a story and originally was a musical accompaniment to a dance]
- Blank Verse: অমিত্রাক্ষর [Verse without rhyme]
- Elegy: শোকগাথা [A poem of serious reflection, typically a lament for the dead]
- Epic: মহাকাব্য [An epic is a long narrative poem]
- Hexameter: ষটপদী [A line of verse consisting of six metrical feet]
- Ode: কবিতা বিশেষ [A classical poem of a kind originally meant to be sung]
- Sonnet: চতুদর্শপদী কবিতা [A poem of fourteen lined using any of a number of formal rhyme or unrhymed]
- Quatrain: ৪ লাইনের পদ্য [A stanza of 4 lined rhyme or unrhymed]
- Stanza: স্তবক [A group of lines in the poem]
- Sexain: ষষ্ঠক [A six line stanza]
- Septet: সপ্তক [A seven line stanza]
- Limerick: কৌতুকপূর্ণ  পঞ্ছপদী ছড়া  [A five-line fun poem]
Thread (সুতা) যেমন needle (সুচ) কে অনুসরণ করে,তেমনি একজন follower (অনুসারী),leader (নেতা ),কে অনুসরণ করে ।
- Prick (ছিদ্র করা ) ;
- sew (সেলাই করা);
- pin(কাঁটা ) ;
- cushion(গদি);
- Bat (বেট);
- Ball (বল)। 
To read between the lines (অন্তর্নিহিত তাৎপর্য বোঝা ) idiom-টির অর্থ To read carefully to find out and hidden meaning .
- কতকগুলো noun দেখতে plural এর মত মনে হলেও এরা সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয় ।
- যেমন : Mathematics ,Ethics ,Economics ,News ,Physics ইত্যাদি ।
- এগুলোর পরে সবসময় singular verb বসে ।
- Mathmatics is is my favourite subject-গণিত আমার প্রিয় বিষয় ।
একটি মাত্র finite verb দিয়ে গঠিত বাক্যকে simple sentence বলে ।যেমন -Killing the bird ,the old man brought bad luck to the crew .
- 'সাগ্রহে প্রতিক্ষা করা' অর্থে looking forward to বসে এবং এর পরে verb এর সাথে ing বসে।
- I am looking forward to seeing you -আমি তোমাকে দেখার জন্য সাগ্রহে প্রতিক্ষা করছি।
Dead letter (অকার্যকর আইন ) idiom টির অর্থ Law not in force.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে নাটকের সমাপ্তি হয় করুণ পরিণতির মধ্য দিয়ে তাকে Tragedy বলে। সাধারণত এ ধরনের নাটকের সমাপ্তি ঘটে প্রধান চরিত্রের পতনের মধ্য দিয়ে ।
ইংরেজি সাহিত্যের বিখ্যাত কিছু tragedy হচ্ছে
- Hamlet ,
- King ,
- Lear ,
- mecbeth ,
- Othello,
-  Dr.Faustus etc
- সাধারণত vowel (a,i,e,o,u)দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে an বসে ।
- তবে , u এর উচ্চারণ যদি (ইউ) এর মত হয় তাহলে an না বসে a বসে ।
- যেমনঃ useful,unique,university ইত্যাদি ।
'আমার ক্ষুধা নেই 'এর ইংরেজি অনুবাদ হচ্ছে I have no appetite .কারণ বিশেষত খাদ্যের চাহিতা বোঝাতে appetite ব্যবহৃত হয় ।
Intrapersonal conflict (আন্তব্যক্তিগত দ্বন্দ্ব ) বলতে বোঝায় Conflict within an individual (ব্যক্তির মনোজাগতিক দ্বন্দ্ব )
Hold water (পরীক্ষায় টিকে থাকা/ সত্য বলে প্রমাণিত হওয়া )idiom-টির অর্থ Bear examination.
Second conditional এর নিয়মানুযায়ী If যুক্ত অংশে past indefinite থাকলে অন্য অংশে would/could/might +v1 বসে ।
If I were you ,I would fight for the just cause -আমি যদি তুমি হতাম ,তাহলে আমি ন্যায়ের জন্য সংগ্রাম করতাম ।
'A little learning is a dangerous thing '(অল্প বিদ্যা ভয়ংকরী ) উক্তিটি Alexander pope এর বিখ্যাত প্রবন্ধ 'Essay on Criticism' থেকে নেওয়া হয়েছে ।
তার অন্যান্য বিখ্যাত উক্তি হচ্ছে 'To err is human, forgive is divine ','Fools rush in where angels fear to tread ''


- কোন নাটকের মুখ্য /কেন্দ্রীয় চরিত্রকে protagonist বলে ।
- যেমন -William Shakespear এর বিখ্যাত ট্রাজেডি Hamlet এর protagonist হচ্ছে Prince Hamlet .
- 'কোন কিছুর লক্ষ্যে /উদ্দেশ্যে ' অর্থে intent এর পরে preposition হিসেবে on বসে ।
- Bangladesh and France have signed a letter of intent on defense cooperation-বাংলাদেশ এবং ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।
- সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি শাসন বিভাগের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী ।
- তিনি সংবিধানের ৪৮(১) নং অনুচ্ছেদ অনুযায়ী ,সংসদ -সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। 
- তিনি সংবিধান ও আইনবলে তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। সরকারের যাবতীয় কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদনা করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-একটি মাধ্যমের মধ্য দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাপ ডেটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে Bandwidth বলে।
-Bandwidth সাধারণত Bit per second (bps) -এ হিসাব করা হয় ।
-একে Band speed ও বলা হয় ।অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় ,তাকে bps বা Bandwidth বলে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0