খাদ্য অধিদপ্তর (সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী) কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২৭.০১.২০১২ (100 টি প্রশ্ন )
• বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
• বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
• বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
• এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত।
• বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ, আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয় ১৫ নভেম্বর, ২০১০ সালে।
- আম গাছের বৈজ্ঞানিক নাম Mangifera Indica.
- আম গাছ দ্বিবীজপত্র ও গুপ্তবীজি উদ্ভিদ, আম গাছের উৎপত্তিস্থল মিয়ানমার।
ত্রয়ােদশ সংশােধনীর মাধ্যমে অবাধ , সুষ্ঠু , নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ৩০ জুন ২০১১ জাতীয় সংসদে পঞ্চদশ সংশােধনী পাসের মাধ্যমে বিলুপ্ত করা হয় ।
বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো:
- ঢাকা
- চট্টগ্রাম
- খুলনা
- রাজশাহী
- সিলেট
- বরিশাল
- রংপুর
- এবং ময়মনসিংহ।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট । এর উচ্চতা ৮৮৫০ মিটার।
- প্রথম বাঙালি হিসেবে ১৯ মে, ২০০৪ সালে সত্যব্রত দাস মাউন্ট এভারেস্ট জয় করেন।
- প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহিম এবং
- প্রথম নারী হিসাবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন।
- ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করেন।
- সর্বশেষ এভারেস্ট জয় করেন - বাবর আলী।
- বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী।
- বাংলাদেশের শীতলতম জেলা সিলেট।
- বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর।
- বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- ভাটির দেশ/নদীমাতৃক দেশ/সোনালী আঁশের দেশ : বাংলাদেশ
- উত্তরবঙ্গের প্রবেশদ্বার : বগুড়া
- মসজিদের শহর/রিকশার নগরী : ঢাকা
- বাংলাদেশের প্রবেশদ্বার/বাণিজ্যিক রাজধানী/বারো আউলিয়ার শহর : চট্টগ্রাম
- বাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস : বরিশাল
- সাগরকন্যা : কুয়াকাটা (পটুয়াখালী)
- ৩৬০ আউলিয়ার আবাসভূমি : সিলেট
- কুমিল্লার দুঃখ : গোমতী
- প্রাচ্যের ডান্ডি : নারায়ণগঞ্জ
- পাহাড়-পর্বত ও রহস্যের লীলাভূমি :বান্দরবান
- বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি।
- কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১৮ কি. মি।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে 'সাগর কন্যা বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বুড়িগঙ্গা নদীর পুর্বনাম- দোলাই নদী
- ব্রক্ষপুত্র নদের পূর্বনাম ছিল- লৌহিত্য ।
- পদ্মা নদীর পূর্বনাম ছিল-  কীর্তিনাশা
- নিঝুম দ্বীপ এর পূর্বনাম ছিল- বাউলার চর।
- যমুনা নদীর পূর্বনাম ছিল- জোনাই নদী।
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া)
বাংলাদেশের স্বাধিনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২ জন মহিলা -ডা সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।তারা দুজন যথাক্রমে ২ ও ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
- এশিয়া মহাদেশে মোট ৫০ দেশ আছে।
- এশিয়া মহাদেশকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করলে পাই -
১ - পূর্ব এশিয়ার দেশ সমূহ। যেখানে মোট ছয়টি দেশ আছে।
২ - পশ্চিম এশিয়া দেশ এখানে সতেরোটি দেশ রয়েছে।
৩ - উত্তর এশিয়া একটি দেশ তথা রাশিয়া।
৪ - দক্ষিণ এশিয়ায় আঁটটি দেশ।
৫ - দক্ষিণ পূর্ব এশিয়ায় ১১ টি দেশ। যার মধ্যে একটি অ্যাসিয়ান এর অন্তর্ভুক্ত নয়।
৬ - মধ্য এশিয়া পাঁচটি দেশ।

- এশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশ জাপান ।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত ।
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
-- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
-- ১০ টি অস্থায়ী সদস্য ।
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- প্রাণী দেহের অগ্নাশয় হতে আমিষ, শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য হজমকারী এনজাইম নিঃসৃত হয় ।
- গ্লুকানন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে ।
- ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমান হ্রাস করে । এভাবে উভয়ে মিলে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা ঠিক রাখে ।
- ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি দেশের সবচেয়ে বড় একক প্রকল্প।
- এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
- মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।
- এ প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করেছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
- পারমাণবিক জ্বালানি সরবরাহ করছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান টিভিইএল ফুয়েল কম্পানি।
- টিভিইএল ফুয়েল কম্পানি রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করে।
- সেদিন থেকে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের মর্যাদা পায় বাংলাদেশ।
• VGA -এর পূর্ণরূপ Video Graphics Array ।
• বর্তমানে বহুল প্রচলিত ১৫ পিন সমৃদ্ধ কার্ডসমূহকে ভিজিএ কার্ড হিসেবে অভিহিত করা হয় । এর কাজ কম্পিউটারের আউটপুট ইমেজ তৈরি করা ।
• মডেম হলো এক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে ।
ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত ডিভাইসগুলো হলো- প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, ভিসিয়ার, ভিসিপি, ভিটিয়ার, টিভি, টেপ, রেকর্ডার, মডেম, টাচষ্ক্রীন

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধে নিমজ্জিত দেশ সিয়েরা লিওনে ১৯৯১-২০০২ পর্যন্ত যে শান্তিরক্ষী বাহিনী ছিল তার অধিকাংশই ছিল বাংলাদেশি ।

- এ বাহিনীর সহযোগিতায় দেশটিতে গৃহযুদ্ধের অবসান হলে দেশটির প্রেসিডেন্ট ২০০২ সালে বাংলাকে তাদের অন্যতম অফিসিয়াল ভাষার স্বীকৃতি দেয় ।

- বাংলা তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা ।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন ।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে করে ।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে ১০নং সেক্টর গঠন করেন ।
- এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না । এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনা পরিচালিত হত । 
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের সদরঘাট এলাকার দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
- ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য ওয়েব ব্রাউজার প্রয়োজন। অপেরা একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
- এছাড়াও, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইত্যাদি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ওয়েব পেইজ ব্রাউজ করা যায়।
- এম এস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট টেক্সট এবং স্লাইড প্রেজেন্টেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।
- নোটপ্যাড একটি সাধারণ টেক্সট এডিটর। এগুলো দিয়ে ওয়েব পেইজ ব্রাউজ করা যায় না।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- ই-মেইল ঠিকানায় ব্যবহৃত CC এর পূর্ণরূপ Carbon Copy এবং BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy.
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।



- ক্যাস্পারস্কি একটি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার।
- ক্যাস্পারস্কি কম্পিউটার ল্যাব উদ্ভাবিত এই ইন্টারনেট সিকিউরিটি MS, Windows Mac OSX সিষ্টেমের সাথে সামঞ্জ্যস্যপূর্ণ।
- AVG, AVAST, McAfee, Norton Antivirus, Kaspersky, Symantec, ESET NOD32, PANDA, Cobra ইত্যাদি কম্পিউটার জনপ্রিয় অ্যান্টিভাইরাস।
- আলোর গতি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি এবং তা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- প্রাকৃতিকভাবে কেঁচোই বাঁচিয়ে রেখেছে কৃষি। মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে অন্যতম সহায়ক। এ জন্য কেঁচোকে বলা হয় প্রকৃতির ‘লাঙল’ ও কৃষকের বন্ধু।
- কেঁচোর বৈজ্ঞানিক নাম : Metaphir posthuma. এনিলিডা বা অঙ্গুরীমাল পর্বের অতি পরিচিত, মাটিতে গর্ত খুঁড়ে বাস করা প্রাণী।
- পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীজুড়ে ৪ হাজারেরও বেশি প্রজাতির কেঁচো রয়েছে। এর মধ্যে ৪৫০টির বেশি প্রজাতি শনাক্ত করে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে।
- বিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম কেঁচোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সকলকে জানান।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0