খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) - ২৫.০৫.২০১২ (100 টি প্রশ্ন )
• উইনস্টন চার্চিল ছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী।
• তিনি ১৯৪০-৪৫ এবং ১৯৫১-৫৫ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে রচিত গ্রন্থ History of the Second World War এর জন্য ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।
- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন, এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
- ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়।
- ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে পরিচিত।
- এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত।
- মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে।
- তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়।
- সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক।
- ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
জিবুতি নিয়ে কিছু তথ্যেঃ
- জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি (Biological Weapons Convention) -এ জিবুতি সাক্ষর করেনি।
- বিশ্বের সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ জিবুতে অবস্থিত, যার নাম 'লেক আসাল' 
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট, যার সদস্য জিবুতি। 
- জিবুতি অবস্থিত 'আফ্রিকার শিং'
- এর রাজধানী জিবুতি, দেশের নাম ও রাজধানীর নাম একই।
- এই দেশের অবস্থান 'এডেন উপসাগরের পাশে'
- এর মুদ্রার নাম  'ফ্রাংক'
- ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত।
- এতে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- এ আসরে সবচেয়ে বেশি পদক লাভ করে যুক্তরাষ্ট্র (১২৬টি) এবং পদকে ২য় স্থানে রয়েছে চীন (৯১টি)।
- চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়।
- দুটি দেশ ৪১টি করে স্বর্ণপদক পায়।
- আর ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের থিমস ছিল সবার জন্য উন্মুক্ত গেমস।
মাইকেল অ্যাঞ্জেলো রেঁনেসা যুগের ইতালীয় ভাস্কর, চিত্রকর ও স্থপতি।
তাঁর অনবদ্য চিত্রকর্ম হলো:
- সিসটিন চ্যাপেল,
- দি ক্রিয়েশন অব অ্যাডাম এবং
- দ্য লাস্ট জাজমেন্ট

আর ভাস্কর্য হলো ডেভিড, পিটা, মোজেস ও ম্যাডোনা।
• EU এর ২৭ টি দেশ ইঊরো মুদ্রা ব্যাবহার করলেও ইংল্যান্ড তার পাশাপাশি নিজস্ব মুদ্রা চালু রেখেছিল।
•  ব্রেক্সিট হউয়ার পর ইংল্যান্ড EU ছেড়ে বের হয়ে যায়।
- ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগকারী একমাত্র দেশ যুক্তরাজ্য।
- দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ২৩ জুন, ২০১৬ সালে গণভোটের (Brexit Poll) আয়োজন করে।
- এতে Brexit এর পক্ষে ৫২ শতাংশ আর বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে।
- ৩১ জানুয়ারি, ২০২০ সালে ব্রেক্সিট বিল কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে।
- ১ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন হয় ২৭ ইউরোপীয় দেশভুক্ত জোট।
- আর যুক্তরাজ্য ৩১ ডিসেম্বর, ২০২১ সালে সরকারিভাবে EU থেকে আলাদা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য।
- এ কাব্যের গানগুলি ১৯০৮- ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত।
- গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়।
- Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B Yeats.
- 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
- প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে তাকে প্রণালী বলে।
- অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে।
- জিব্রাল্টার প্রণালি উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে আর স্পেন ও মরক্কোকে (ইউরোপ-আফ্রিকা) পৃথক করেছে।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল ।
- কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলে ।
- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ১১ অক্টোবর ২০১১ সালে প্রথম দোয়েল বাজারে ছাড়ে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝায় এমন আর্থিক প্রতিষ্ঠান যা আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৬টি রাষ্ট্রায়ত্ত, ৪৩টি বেসরকারি এবং ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।
- 'বিহিত মুদ্রার প্রচলন' বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়।

• বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী:

- আমানত গ্রহণ: বিভিন্ন ধরণের হিসাব যেমন बचत खाता, चालू खाता, মেয়াদী আমানত ইত্যাদি গ্রহণ করে।
- ঋণ প্রদান: ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে বিভিন্ন শর্তে ঋণ প্রদান করে।
- বিনিয়োগ: আমানতের অর্থ বিনিয়োগ করে লাভ অর্জন করে।
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি: চেক, ড্রাফট, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে লেনদেনের মাধ্যম সরবরাহ করে।
- মূলধন গঠন: बचत ও ঋণের মাধ্যমে অর্থনীতিতে মূলধন গঠনে সহায়তা করে।
- বিল বাট্টাকরণ: ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড বিল ক্রয় করে তাদের তরলতা বৃদ্ধিতে সহায়তা করে।
- কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা: সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি বাস্তবায়নে সহায়তা করে।
- অর্থ স্থানান্তর: দেশের ভেতর ও বাইরে অর্থ স্থানান্তরের সুযোগ করে দেয়।
- তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান: গ্রাহকদের অর্থনৈতিক বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করে।
- আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান: এটিএম, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি আধুনিক সেবা প্রদান করে।
- আর্থিক সচ্ছলতার সনদ প্রদান: ব্যবসায় প্রতিষ্ঠানকে আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করে।
- অর্থ ও সম্পদের নিরাপত্তা: গ্রাহকদের অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে।
- অর্থ আদায় ও পরিশোধ: বিভিন্ন ধরণের বিল, চেক, ক্রেডিট কার্ডের বিল আদায় ও পরিশোধের সুযোগ করে দেয়।
- বৈদেশিক বাণিজ্যে সহায়তা: আমদানি-নির্याতের লেনদেনে সহায়তা প্রদান করে।
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার, ডিবেঞ্চার ক্রয়-বিক্রয় করে।
- অবলেখক হিসেবে কাজ: ব্যবসায়িক লেনদেনে অবলেখক হিসেবে কাজ করে।
- অছি হিসেবে কাজ: আন্তর্জাতিক লেনদেনে অছি হিসেবে কাজ করে।



- EVM হচ্ছে Electronic Voting Machine
- ২০০৭ সালে প্রথম ঢাকা অফিসার্স ক্লাব নির্বাচনে EVM ব্যবহৃত হয়।
- বাংলাদেশে EVM উদ্ভাবন করেন প্রকৌশলী লুৎফুল কবির।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।
এগুলো
১৯৭৭ সালে প্রথম,
১৯৮৩-৮৪ সালে দ্বিতীয়,
১৯৯৬ সালে তৃতীয়,
২০০৮ সালে চতুর্থ এবং
২০১৯ সালে পঞ্চম এবং সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- মণিপুরী নৃগোষ্ঠী ভারত ও বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী।
- এদের আদি নিবাস ভারতের উত্তর- পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজনৈতিক ও সংঘাতজনিত কারণে এরা মণিপুর রাজ্য থেকে বিতাড়িত হয়ে উপমহাদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে।
- বাংলাদেশে আসা মণিপুরীরা মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মণিপুরী পাড়ায় বাস করে। ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত এবং স্থানীয়ভাবে তারা বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন নামে পরিচিত।
- বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
- জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট মণিপুরী জনসংখ্যা ২২৯৭৮ জন।
- মৌলভীবাজারে ৩১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো মণিপুরী নৃগোষ্ঠী। এখানে মণিপুরী নৃগোষ্ঠীর তিনটি শাখার (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন) জনগণ বাস করে।
- পাঙন মনিপুরী সম্প্রদায়। ইসলাম ধর্মে বিশ্বাসী।মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এরা বসবাস করে। এদের মোট জনসংখ্যা প্রায় ১০ হাজার। আর সিলেট জেলায় ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মণিপুরী নৃগোষ্ঠী।
- সিলেট জেলায় মূলত বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মণিপুরীরা বাস করে।
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এটি বর্তমানে বগুড়া জেলায় অবস্থিত।
গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকে বলা হয় বঙ্গ জনপদ। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত।
- বাংলাদেশে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।
- ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা: সাবেক উপ-রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী- ক্যাপ্টেন এম মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী- এএইচএম কামরুজ্জামানকে রাষ্ট্রের হেফাজতে জেলখানায় হত্যা করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)।[প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ]
- পৃথিবীর মোট জনসংখ্যা (২০২৩): ৮০৪.৫০ কোটি।
- নারী প্রতি প্রজনন : ২.৩ জন।
- গড় আয়ু - পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
- সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ : নাইজার; ৬.৭ জন।
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম
- শীর্ষ ৫ জনবহুল দেশঃ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান
- সার্কাভুক্ত দেশগুলোর অবস্থানঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল।
- নিরক্ষরেখার ২৩.৫০⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে।
- বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে।
- লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।
- বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ।
- বিদ্রোহের পর সংস্থাটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়।
- বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত।
- এটি একটি আধা-সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশের সীমানা পাহারা দেয়া।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. ।
- এটি ১৯৭০ সালে নরসিংদী জেলার ঘোড়াশালে প্রতিষ্ঠিত হয় ।
- প্রাকৃতিক গ্যাস এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ।
- ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ।
• বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো, খাসিয়া।
• বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি— ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া ছাড়া বাকি ৪৩ টি উপজাতিই পিতৃতান্ত্রিক।
• মুসলমান উপজাতি-- পাঙন।
• মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী ।
• প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
• প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
- পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ দেশীয় নাবিক ভস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন।
- ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে।
- উল্লেখ্য, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।
- শহীদ আসাদ দিবস পালন করা হয় প্রতিবছর ২০ জানুয়ারি ।
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ ।
- ২০ জানুয়ারি ১৯৬৯ সালের পুলিশের গুলিতে তিনি শহীদ হন ।
- আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর পরিবর্তে 'আসাদ গেট' নামকরণ করা হয় ।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল (বৃহত্তর কুষ্টিয়া) বর্তমান মেহেরপুর জেলা মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণির জীব বলা হয়।
- এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত।
- কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে।
- Bacillus, Spirillum, Streptococcus এক ধরণের ব্যাকেটেরিয়া, যা অণুজীবের অন্তর্ভুক্ত।
- এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও রিকেটসিয়া অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত।
- আর্দ্র বাতাসে লোহার উপর এক ধরনের কালচে বাদামি আস্তরন পড়ে তাকে মরিচা বলে।
- বাতাসের অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি হয় আয়রন অক্সাইডের একধরনের যৌগ। এই যৌগই মরিচা।
- মরিচার সংকেত Fe2O3. nH2O
শক্তির রূপগুলি হল:
- যান্ত্রিক শক্তি
- আলোক শক্তি
- শব্দ শক্তি
- তাপ শক্তি
- চৌম্বক শক্তি
- তড়িৎ শক্তি
- পারমাণবিক শক্তি
- রাসায়নিক শক্তি
- যা কিছু কোনও স্থান বা আয়তন দখল করে এবং জড়তা (বা ভর) ও মহাকর্ষ ধর্ম প্রদর্শন করে, তাকে পদার্থ বলে।
- বায়ু একটি পদার্থ কারণ, এটি স্থান বা আয়তন দখল করে।
- অন্যদিকে, বিদ্যুৎ, তাপ, আলো হলো শক্তির বিভিন্ন রূপ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- কার্বন ,হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়।
- শর্করা বর্নহীন ,গন্ধহীন ,এবং মিষ্টি স্বাদযুক্ত ।
- শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে।
- জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়,সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারনের ফলে উৎপন্ন হয়।

নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0