খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁটলিপিকার) - ২৪.০৪.২০০৯ (সেট -খ) (100 টি প্রশ্ন )
মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিতG

বিভিন্ন দেশের মুদ্রার নামঃ
• কেনিয়া - শিলিং।
• ডেনমার্কের মুদ্রা - ক্রোনা ।
• আফগানিস্তান - আফগানি
• আর্জেন্টিনা - পেসো
• অস্ট্রেলিয়া - ডলার
• বেলজিয়াম - ইউরো
• ব্রাজিল - রিয়েল
• কানাডা - ডলার
• চীন - ইউয়ান
• ফ্রান্স - ইউরো
• জার্মানি - ইউরো
• ভারত - রুপি
• ইন্দোনেশিয়া - রুপিয়াহ
• ইতালি - ইউরো
• জাপান - ইয়েন
• মেক্সিকো - পেসো
• রাশিয়া - রুবল
• যুক্তরাজ্য - পাউন্ড
• যুক্তরাষ্ট্র - ডলার
• নেদারল্যান্ড - ইউরো
* বাংলাদেশের প্রধান খাদ্য শস্য/কৃষিজ পণ্য— ধান
* বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে— তৃতীয়।
* দেশের মোট জমির শতকরা ৭০% জমিতে ধান উৎপাদন হয়।
* বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয় বোরো ধান।
* দেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়- রংপুরে।
* কিছু উন্নত জাতের ধানের মধ্যে- বাংলামতি, সোনার বাংলা, ব্রিশাইল, ব্রি-৬২, ব্রি-৮১ থেকে ব্রি— ৮৫, ইরাটম— ২৪, ষ্টীয় ময়না, মুক্তা, মোহিনি, আশা, সুফলা, চান্দিনা অন্যতম।
* বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত প্রথম জিংক সমৃদ্ধ ধান- ‘ব্রি- ৬২।
* বাংলাদেশের প্রধান প্রধান ধানের মধ্যে- বোরো, আউশ, আমন, হীরা ইত্যাদি অন্যতম।
* আমন ধান কাঁটার সময় কার্তিক-অগ্রহায়ণ।
* উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী- বি-আর৩৩ ।
* দক্ষিণ বঙ্গের লবণাক্ততা সহিষ্ণু ধান- বিনা-৮।
* দেশে সোনালি ধান উদ্ভাবন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
* সবচেয়ে বেশি চালকল আছে- নওগাঁ জেলায়।
* এক ধানে দুই চাল আবিষ্কারক- মকবুল হোসেন (ঝিনাইদহ)।
* সাধারণত সেচ নির্ভর ধান বোরো ধান। [বাংলাদেশের প্রধান ধান]
* বোরো ধান বোনা হয় কার্তিক মাসে ও কাটা হয় বৈশাখ-জৈষ্ঠ্য মাসে।
* আউশ ধান কাঁটার সময় বর্ষাকাল বলে একে আষাঢ়ী ধানও বলা হয়। [বুনন চৈত্র-বৈশাখ
* আমন ধান দুই প্রকার। যথা: ১) রোপা আমন ও ২) বোনা আমন।
- যে মাটিতে বালি,পলি এবং কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে দোআঁশ মাটি বলে ।
- তবে আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালি এবং বাকি অর্ধেক পলি ও কর্দমকণা্র ম্রিশন থাকা বাওঞ্ছনিয়।
- দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে।
- এ মাটির পানি শোষণ ও ধারণের ক্ষমতা উভয়ই বেশি।
- এই মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী । কৃষিতে দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলে ।
দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো-
১. এ মাটির রং কালো।
২. এই মাটির কণাগুলো বিভিন্ন আকারের।
৩. এ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে।
৪. এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না।
- ভিটামিন D একমাত্র প্রানিজ উৎস থেকেই পাওয়া যায় ।

- তবে এ ভিটামিন সূর্য কিরন থেকে অতিবেগুনী রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় ।

- এছাড়া ডিমের কুসুম, দুধ, মাখন, যকৃত ও তেলসমৃদ্ধ মাছ ভিটামিন D এর প্রধান উৎস।
কুইন্টাল হল মেট্রিক একক পদ্ধতির একটি একক।

১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১০ কুইন্টাল = ১০০০ কিলোগ্রাম (১ টন)
১/১০ কুইন্টাল = ১০ কিলোগ্রাম
১/১০০ কুইন্টাল = ১ কিলোগ্রাম
কুইন্টাল হল মেট্রিক একক পদ্ধতির একটি একক।

১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১০ কুইন্টাল = ১০০০ কিলোগ্রাম (১ টন)
১/১০ কুইন্টাল = ১০ কিলোগ্রাম
১/১০০ কুইন্টাল = ১ কিলোগ্রাম
১ কিলোগ্রাম = ১.০৭ সের
- এপ্রিল ১৯১০ সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর ।

- এটি পরিচালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে । 
-১৯৯৮ সালে বঙ্গবন্ধু বহুমুখি সেতু উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা লাভ করে, যার দৈর্ঘ্য ৪.৮ কি.মি।
-তবে একক বৃহত্তম রেলসেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ।
-সেতুটি কুষ্টিয়া-পাবনা পয়েন্টে পদ্মা নদীর উপর অবস্থিত।
-এর দৈর্ঘ্য ১.৮ কি.মি।
-নির্মাণকাল ১৯১০-১২।
-১৯১৫ সালে লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন।
-বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে।
-সেতার, সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত।
-ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
-অতঃপর ভারত সরকার তাঁকে একে একে
  -‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২),
  -‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও
  -‘পদ্মবিভূষণ’ (১৯৭১);
  -বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম’ (১৯৬১) এবং
  -দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ্ মুসলিম হল তাঁকে আজীবন সদস্যপদ দান করে।
-১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে।

- গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- এটি বন মাটির ক্ষয় রোধ করে এবং বন্যার পানি ধরে রাখে, যা বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। বন ঝড়ের তীব্রতা কমাতেও সহায়তা করে।

- বন বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, যা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ।

- বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ব্রজেন দাস ছিলেন একজন বাঙালি সাঁতারু।

- তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

- ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
সিপাহী বিদ্রোহ:
• পরিচিত: ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্ৰোহ।
• বিদ্রোহে নেতৃত্ব দানকারী: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বিদ্রোহীরা দিল্লী দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশা বলে ঘোষণা করে।
• বিদ্রোহের প্রধান স্থানসমূহ: মিরাট, দিল্লী, কানপুর, লক্ষ্মৌ, ঝাঁসি এবং গোয়ালিয়র ।
• বাংলায় নেতৃত্ব দেন: হাবিলদার রজব আলী।
• অংশগ্রহণকারী: নানা সাহেব, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ও মৌলভী আহমদ উল্লাহ্।
• চট্টগ্রামের পদাতিক বাহিনী প্রকাশ্যে বিদ্রোহ করে: ১৮ নভেম্বর, ১৮৫৭ সালে
• ঢাকায় প্রতিরোধঃ ২২ নভেম্বর (লালবাগে নিয়োজিত সিপাহিগণকে নিরস্ত্র করতে গেলে তারা প্রতিরোধ সৃষ্টি করে)
• ফলাফল:
- শেষ পর্যন্ত এ সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়।
- চার মাস অবরোধের পর ব্রিটিশরা দিল্লি দখল করে নেয়।
- দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠায়।
- রানি লক্ষ্মীবাঈ যুদ্ধে নিহত হন ।
- নানা সাহেব পরাজিত হয়ে অন্তর্ধান করেন।
- নির্যাতনের পর ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় বিদ্রোহী সৈনিকের লাশ।
• বিদ্রোহীদের বিচারঃ অভিযুক্ত সিপাহীদের মধ্যে ১১জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
• সিপাহী বিদ্রোহের স্মরণীয় স্থানঃ বাহাদুর শাহ পার্ক (১৯৫৭ সালে বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে নামকরণ করা হয়)
● পল্লীকবি জসিমউদ্দীনের বিখ্যাত কবিতা 'কবর'। এই কবিতাটি প্রথম 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি কবির 'রাখালী' কাব্যগ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 

জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
 - নক্সীকাঁথার মাঠ,
 - ধানক্ষেত, 
 - রূপবতী, 
 - রাখালী, বালুচর, 
 - মাটির কান্না ইত্যাদি। 
 
শিশুতোষ গ্রন্থগুলো হলো:
 -হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। 
 
 তার রচিত নাটকগুলো:
- মধুমালা, 
- বেদের মেয়ে, 
- পল্লীবধূ ও গ্রামের মায়া।
 

- সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খানকে বাংলা অধিকারে প্রেরণ করে।

- তিনি মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন ‘জাহাঙ্গীরনগর’ ।
- ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা। যমুনার একটি শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা।

- এই বুড়িগঙ্গা নদীর তীর ঘেষেই রাজধানী শহর ঢাকা অবস্থিত।

- বুড়িগঙ্গা নদীর পুর্বনাম- দোলাই নদী

- ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয় তাই ‘বাকল্যান্ড বাঁধ’ নামে পরিচিত।
আজ মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪, ১৫ শ্রাবণ ১৪৩১
বাংলাদেশে বর্তমানে তিনটি প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে:

চট্টগ্রাম বন্দর: এটি বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর। এটি দেশের আমদানি ও রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার একটি ব্যস্ততম বন্দরও বটে।

মোংলা বন্দর: মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। 

পায়রা বন্দর: এটি বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর এবং এটি পটুয়াখালী জেলায় অবস্থিত। পায়রা বন্দর নতুন হলেও এর গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
-কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়।
-গ্রীষ্মকালে(বৈশাখ-জ্যৈষ্ঠ) বা এপ্রিল – মে মাসে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যে বিকালের দিকে বজ্রবিদ্যুৎসহ যে প্রচন্ড ঝড়বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলে।
-কালবৈশাখী ঝড় উত্তর – দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়।
-কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি।
-কোনো কোনো ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি-এর বেশিও হতে পারে।
- বাংলাদেশে মোট ১৫টি রাষ্ট্রায়ত্ত্ব চিনি কল (সরকারি মালিকানাধীন) রয়েছে। এই কলগুলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়। 

- এই ১৫টি সরকারি চিনি কলের তালিকা হলো:
১. কুষ্টিয়া চিনিকল
২. পঞ্চগড় চিনিকল
৩. সৈয়দপুর চিনিকল
৪. শ্যামপুর চিনিকল
৫. নর্থ বেঙ্গল চিনিকল
৬. দর্শনা চিনিকল
৭. করতোয়া চিনিকল
৮. পাবনা চিনিকল
৯. মওলানা ভাসানী চিনিকল
১০. ফরিদপুর চিনিকল
১১. মিলন নগর চিনিকল
১২. ঝিনাইদহ চিনিকল
১৩. অ্যালোন বেজা চিনিকল
১৪. চাঁদপুর চিনিকল
১৫. মদনপুর চিনিকল

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- Difference এর অর্থ পার্থক্য।
- Inference এর অর্থ অনুমান।
- Disagreement এর অর্থ মতভেদ।
- Permission এর অর্থ অনুমতি।

সুতরাং অর্থগত দিক থেকে কোনোটিই Difference এর বিপরীত শব্দ নয়।
- Lend অর্থ ধার দেওয়া আবার Borrow অর্থ ধার নেওয়া। কিন্তু,
- Deny অর্থ অস্বীকার করা।
- Rent অর্থ ভাড়া দেওয়া।
- Agitated শব্দের অর্থ হলো "উত্তেজিত" বা "উদ্বিগ্ন", যা "Calm" এর বিপরীত শব্দ। "Calm" মানে শান্ত, স্থির বা নিরুদ্বেগ।
- "Peace" অর্থ শান্তি, যা "Calm" এর সমার্থক, বিপরীত নয়।
-"Composure" অর্থ মানসিক শান্তি বা স্থিরতা, যা "Calm" এর সমার্থক।
- Humble অর্থ নম্র, বিনয়ী। Proud অর্থ গর্বিত, অহংকারী। অন্যদিকে,
- Successful অর্থ সফল।
- Challenge অর্থ ঝুঁকি নেওয়া।
- "Greet" (অভ্যর্থনা করা) অন্যদিকে "Farewell" (বিদায় জানানো): কাউকে বিদায় জানানো। অন্যদিকে,
- Welcome (স্বাগত জানানো)
- Small (ছোট)
From এর ব্যবহার
- ১) কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে from বসে। 
যেমনঃ আমার নিকট হইতে = from me. ঢাকা থেকে = From Dhaka. i. The man come from abroad. ii. Don’t get down from a running bus. 
-২)নিম্নের শব্দ গুলোর পর from বসে।relieve, refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, deferent, suffe

- বাক্যের অর্থ - রহিমা এখনো বাজার থেকে ফিরে আসেনি।
- Confident of something অর্থ কোন বিষয়ে আস্থাশীল ,আত্মবিশ্বাসী ,নিশ্চিত । বাক্যের শূন্যস্থানে of বসিয়ে বাক্যটির বাংলা -তুমি কি তোমার কার্যকারিতার বিষয়ে আত্মবিশ্বাসী?  ।
- অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে at বসে। যেমনঃ at Kashipur, at Chashara, at thr market, at the cinema hall etc. 
- Before এর আগে past perfect tense (sub+had+past participle) হয়, পরের অংশ past indefinite tense হয়।

- After এরপর past perfect tense (sub+had+past participle) হয়, আগের অংশ past indefinite tense হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Past indefinite tense -এর passive structure হলো subject + was/were + verb -এর p.p form + ob. ext. 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0