হাজার বছর ধরে প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচিত্র পরিচালক জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন। তার পরিচালিত চলচ্চিত্রঃ - সোনার কাজল, - কাঁচের দেয়ার, - বাহানা, - বেহুলা, - আনোয়ারা, - সঙ্গম, - জীবন থেকে নেয়া । তার রচিত উপন্যাসঃ - হাজার বছর ধরে, - আরেক ফাল্গুন, - বরফ গলা নদী, - শেষ বিকেলের মেয়ে, - আর কত দিন, - কয়েকটি মৃত্যু, - তৃষ্ণা ।
- শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। - বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আরও কিছু বাক্য সংকোচনঃ যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে যা লাফিয়ে চলে -- প্লবগ যার কিছু নেই-- অকিঞ্চন সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত বৃষ্টির জল --- শীকর গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান
- 'দামিনী' শব্দের অর্থ বিদ্যুৎ । - 'দামিনী'র আরও কয়েকটি সামর্থক শব্দ- বিজলি, তড়িৎ, চপলা, সৌদামিনী, ক্ষণপ্রভা, শম্পা । - অন্যদিকে রাত্রি, ধরিত্রী ও জলধি শব্দের অর্থ যথাক্রমে রাত, পৃথিবী ও সাগর ।
- শুদ্ধ বাক্য: Do you know where he lives? Embedded question নিয়মানুযায়ী principal clause + wh word + sub + verb বসে। - Principal clause টি auxiliary verb দ্বারা শুরু হলে sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Relative pronoun যদি কোনো বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে পরবর্তী verb-টি relative pronoun এর antecedent number ও person অনুযায়ী বসে। - সুতরাং শুদ্ধ বাক্যটি হচ্ছে- The man who stole my bag was tall.
"Authoritative" শব্দটির সঠিক বানান হল অপশন B তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'কর্তৃত্বপূর্ণ' বা 'প্রামাণ্য'।
শব্দটির মূল হল "authority" (কর্তৃত্ব বা ক্ষমতা)। এর থেকে "-ative" প্রত্যয় যোগ করে "authoritative" শব্দটি গঠিত হয়েছে।
অন্যান্য অপশনগুলিতে বানান ভুল রয়েছেঃ অপশন A তে "o" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে। অপশন C তে "o" এর পরিবর্তে "e" ব্যবহার করা হয়েছে। অপশন D তে "th" এর পরিবর্তে "tho" এবং "i" বাদ দেওয়া হয়েছে।
"Appropriate" শব্দটির সঠিক বানান অপশন C তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'উপযুক্ত' বা 'যথাযথ'।
শব্দটির গঠন নিম্নরূপঃ - "ap-" (উপসর্গ) - "propri-" (মূল অংশ, লাতিন "proprius" থেকে এসেছে, যার অর্থ 'নিজস্ব') - "-ate" (প্রত্যয়)
অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ অপশন A: দ্বিতীয় "p" বাদ পড়েছে। অপশন B: প্রথম "p" বাদ পড়েছে। অপশন D: শেষের "ate" এর পরিবর্তে "et" ব্যবহার করা হয়েছে।
"Corruption" শব্দটির সঠিক বানান অপশন D তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'দুর্নীতি' বা 'ভ্রষ্টাচার'।
শব্দটির গঠন নিম্নরূপঃ - "corrupt" (মূল শব্দ, যার অর্থ 'ভ্রষ্ট' বা 'নষ্ট করা') - "-ion" (প্রত্যয়, যা ক্রিয়া থেকে বিশেষ্য তৈরি করে)
অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ অপশন A: দ্বিতীয় "r" বাদ পড়েছে। অপশন B: "pt" এর পরিবর্তে "ps" ব্যবহার করা হয়েছে। অপশন C: "u" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় "r" বাদ পড়েছে।
"Subtract" শব্দটির সঠিক বানান অপশন A তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'বিয়োগ করা' বা 'বাদ দেওয়া'।
শব্দটির গঠন নিম্নরূপঃ - "sub-" (উপসর্গ, যার অর্থ 'নিচে' বা 'থেকে') - "tract" (মূল অংশ, লাতিন "trahere" থেকে এসেছে, যার অর্থ 'টানা')
অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ অপশন B: "sub-" এর পরে অতিরিক্ত "s" যোগ করা হয়েছে। অপশন C: "a" এর পরিবর্তে "u" ব্যবহার করা হয়েছে। অপশন D: "a" এর পরিবর্তে "u" ব্যবহার করা হয়েছে।
"Apprehend" শব্দটির সঠিক বানান অপশন C তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'ধরা' বা 'বুঝতে পারা'।
শব্দটির গঠন নিম্নরূপঃ - "ap-" (উপসর্গ, "ad-" এর পরিবর্তিত রূপ, যার অর্থ 'প্রতি' বা 'দিকে') - "prehend" (মূল অংশ, লাতিন "prehendere" থেকে এসেছে, যার অর্থ 'ধরা')
অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ অপশন A: "e" এর পরিবর্তে "i" ব্যবহার করা হয়েছে। অপশন B: "e" এর পরিবর্তে "i" এবং দ্বিতীয় "e" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে। অপশন D: দ্বিতীয় "e" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে।
ইঙ্গিত দেয়া - Hint, Indicate, Suggest ছড়াইয়া দেয়া - Spread, Scatter, Distribute অল্প পরিমাণ - A small amount, A little quantity প্রকাশ করা - Express, Reveal, Disclose, Divulge
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।