খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁটলিপিকার) - ২৪.০৪.২০০৯ [সেট-ক] (99 টি প্রশ্ন )
হাজার বছর ধরে প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচিত্র পরিচালক জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন।
তার পরিচালিত চলচ্চিত্রঃ
- সোনার কাজল,
- কাঁচের দেয়ার,
- বাহানা,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- জীবন থেকে নেয়া ।
তার রচিত উপন্যাসঃ
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- শেষ বিকেলের মেয়ে,
- আর কত দিন,
- কয়েকটি মৃত্যু,
- তৃষ্ণা । 
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থঃ
- 'ফণি-মনসা'
- অগ্নি - বীণা (প্রথম কাব্যগ্রন্থ)
- বিষের বাঁশি (প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ)
- ভাঙার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- প্রলয় শিখা ইত্যাদি।
- শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
- বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

• শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ
- বড়দিদি,
- পল্লী সমাজ,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশায়,
- দেবদাস,
- চরিত্রহীন,
- শ্রীকান্ত,
- নিষ্কৃতি,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে ইত্যাদি।
শুদ্ধ বানান- শীতাতপ
শুদ্ধ বানান- সান্ত্বনা
শুদ্ধ বানান- আভিধানিক
শুদ্ধ বানান- কৃষিজীবী
গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
- হস্তিমুর্খ - নিরেট মূর্খ
- সাক্ষী গোপাল - নিষ্ক্রিয় দর্শক
- বক ধার্মিক/ বিড়াল তপস্বী - ভণ্ড সাধু
- পালের গোদা - দলপতি
- কেউ কাটা - সামান্য
- কুমড়ো কাটা বটঠাকুর - অকর্মণ্য লোক

» ‘ইঁদুর কপালে' বাগধারার অর্থ নিতান্ত মন্দ ভাগ্য।
» ‘একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়; যা পরস্পর বিপরীত অর্থ বহন করে।
» কেউকেটা- সামান্য, গণ্যমান্য ব্যক্তি (নেতিবাচক অর্থে);
» অদৃষ্টের পরিহাস- ভাগ্যের বিড়ম্বনা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আরও কিছু বাক্য সংকোচনঃ
যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয়
এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে
যা লাফিয়ে চলে -- প্লবগ
যার কিছু নেই-- অকিঞ্চন
সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত
বৃষ্টির জল --- শীকর
গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা
আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী
যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান
যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন - অনন্যসাধারণ
আরোও কিছু বাক্য সংকোচনঃ
- যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
- যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
- যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্বলন্ধ।
- যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী।
- যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল।

চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
● ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা।
● আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য।
● যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী।
● কর দান করে যে---- করদ।
● যে সকল অত্যাচার সয়ে যায় - সর্বংসহা
● যার দু'হাত সমান তালে চলে - সব্যসাচী ।
● যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ।
● দ্বারে থাকে যে--- দৌবারিক।
● কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ।
● যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান।
● আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী।
● জয় সূচনা করে এরুপ তিথি -- শুভতিথি।
● যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারণ।
● শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ।
● ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক।
● চোখের কোন -- অপাঙ্গ।
● অলংকারের ধ্বনি -- শিঞ্জন।



অহিনকুল-সম্বন্ধ /বিশেষ্য পদ/ সাপ ও বেজির মধ্যে বিদ্যমান চিরশত্রুতা, প্রবল শত্রুতা। অর্থাৎ দাকুমড়া সম্পর্ক।
'মুখ তোলা' অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - তুম আমার সাথে থাকলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।

মুখ রাখা - সম্মান রক্ষা করা
উদাহরণ - টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ
'জ্যোৎস্না' শব্দের প্রতিশব্দ হলো- কৌমুদী , চন্দ্রিমা, চন্দ্রিকা, চাঁদনী, চন্দ্রকিরণ, শশিকর, দীপিকা ইত্যাদি।
-‘সুপ্ত’ অর্থ নিদ্রিত, অব্যাক্ত, স্বকর্মে বিরত। এর স্ত্রীবাচক শব্দ ‘সুপ্তা’। আর ‘সুপ্তি’ অর্থ নিদ্রা। ‘সুপ্তোথিত’ অর্থ নিদ্রা হতে জাগরিত। 
'বিধুর' শব্দের অর্থ: কাতর, ভারাক্রান্ত।
- 'দামিনী' শব্দের অর্থ বিদ্যুৎ ।
- 'দামিনী'র আরও কয়েকটি সামর্থক শব্দ- বিজলি, তড়িৎ, চপলা, সৌদামিনী, ক্ষণপ্রভা, শম্পা ।
- অন্যদিকে রাত্রি, ধরিত্রী ও জলধি শব্দের অর্থ যথাক্রমে রাত, পৃথিবী ও সাগর ।
নেত্র > চক্ষু, চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘চাঁদ' এর সমার্থক শব্দ: রজনীকান্ত, বিধু, চন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়।
- শুদ্ধ বাক্য: Do you know where he lives? Embedded question নিয়মানুযায়ী principal clause + wh word + sub + verb বসে।
- Principal clause টি auxiliary verb দ্বারা শুরু হলে sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Relative pronoun যদি কোনো বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তাহলে পরবর্তী verb-টি relative pronoun এর antecedent number ও person অনুযায়ী বসে।
- সুতরাং শুদ্ধ বাক্যটি হচ্ছে- The man who stole my bag was tall.
"Authoritative" শব্দটির সঠিক বানান হল অপশন B তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'কর্তৃত্বপূর্ণ' বা 'প্রামাণ্য'।

শব্দটির মূল হল "authority" (কর্তৃত্ব বা ক্ষমতা)। এর থেকে "-ative" প্রত্যয় যোগ করে "authoritative" শব্দটি গঠিত হয়েছে।

অন্যান্য অপশনগুলিতে বানান ভুল রয়েছেঃ
অপশন A তে "o" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে।
অপশন C তে "o" এর পরিবর্তে "e" ব্যবহার করা হয়েছে।
অপশন D তে "th" এর পরিবর্তে "tho" এবং "i" বাদ দেওয়া হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হল অপশন B: authoritative।
"Appropriate" শব্দটির সঠিক বানান অপশন C তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'উপযুক্ত' বা 'যথাযথ'।

শব্দটির গঠন নিম্নরূপঃ
- "ap-" (উপসর্গ)
- "propri-" (মূল অংশ, লাতিন "proprius" থেকে এসেছে, যার অর্থ 'নিজস্ব')
- "-ate" (প্রত্যয়)

অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ
অপশন A: দ্বিতীয় "p" বাদ পড়েছে।
অপশন B: প্রথম "p" বাদ পড়েছে।
অপশন D: শেষের "ate" এর পরিবর্তে "et" ব্যবহার করা হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হল অপশন C: appropriate।
"Corruption" শব্দটির সঠিক বানান অপশন D তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'দুর্নীতি' বা 'ভ্রষ্টাচার'।

শব্দটির গঠন নিম্নরূপঃ
- "corrupt" (মূল শব্দ, যার অর্থ 'ভ্রষ্ট' বা 'নষ্ট করা')
- "-ion" (প্রত্যয়, যা ক্রিয়া থেকে বিশেষ্য তৈরি করে)

অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ
অপশন A: দ্বিতীয় "r" বাদ পড়েছে।
অপশন B: "pt" এর পরিবর্তে "ps" ব্যবহার করা হয়েছে।
অপশন C: "u" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় "r" বাদ পড়েছে।

সুতরাং, সঠিক উত্তর হল অপশন D: corruption।
"Subtract" শব্দটির সঠিক বানান অপশন A তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'বিয়োগ করা' বা 'বাদ দেওয়া'।

শব্দটির গঠন নিম্নরূপঃ
- "sub-" (উপসর্গ, যার অর্থ 'নিচে' বা 'থেকে')
- "tract" (মূল অংশ, লাতিন "trahere" থেকে এসেছে, যার অর্থ 'টানা')

অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ
অপশন B: "sub-" এর পরে অতিরিক্ত "s" যোগ করা হয়েছে।
অপশন C: "a" এর পরিবর্তে "u" ব্যবহার করা হয়েছে।
অপশন D: "a" এর পরিবর্তে "u" ব্যবহার করা হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হল অপশন A: subtract।
"Apprehend" শব্দটির সঠিক বানান অপশন C তে দেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হল 'ধরা' বা 'বুঝতে পারা'।

শব্দটির গঠন নিম্নরূপঃ
- "ap-" (উপসর্গ, "ad-" এর পরিবর্তিত রূপ, যার অর্থ 'প্রতি' বা 'দিকে')
- "prehend" (মূল অংশ, লাতিন "prehendere" থেকে এসেছে, যার অর্থ 'ধরা')

অন্য অপশনগুলিতে নিম্নলিখিত ভুল রয়েছেঃ
অপশন A: "e" এর পরিবর্তে "i" ব্যবহার করা হয়েছে।
অপশন B: "e" এর পরিবর্তে "i" এবং দ্বিতীয় "e" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে।
অপশন D: দ্বিতীয় "e" এর পরিবর্তে "a" ব্যবহার করা হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হল অপশন C: apprehend।
Transparent - স্বচ্ছ
Turbid - ঘোলাটে
Vibrant - প্রাণবন্ত
Arrived - উপনীত
Provoke - উস্কানি দেয়া
Criticize - নিন্দা করা
Restrain - বিরত রাখা
Hate - ঘৃণা করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইঙ্গিত দেয়া - Hint, Indicate, Suggest
ছড়াইয়া দেয়া - Spread, Scatter, Distribute
অল্প পরিমাণ - A small amount, A little quantity
প্রকাশ করা - Express, Reveal, Disclose, Divulge
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0