ধ্বনি উচ্চারণরে সময় স্বরতন্ত্রী অনুরণতি হলে ঘোষ ধ্বনি হয়। যেমন : গ ঘ ইত্যাদি। অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করার সময় ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় সেগুলো ঘোষ বর্ণ। বর্গের ৩য়-৪র্থ বর্ণ অর্থাৎ: গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ভ।
হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে গল্পগ্রন্থঃ - আমরা অপেক্ষা করেছি - আত্মজা ও একটি করবী গাছ, - নামহীন গোত্রহীন, - পাতালে হাসপাতালে, - সমুদ্রের স্বপ্ন, - শীতের অরণ্য, - জীবন ঘষে আগুন ইত্যাদি।
- এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট(অন্তবর্তীকালীনসহ ৫৩তম)। - আওয়ামী লীগের ২৪তম বাজেট। - বর্তমান সরকারের টানা ১৫তম বাজেট। - বাজেট উত্থাপন: ১ জুন, ২০২৩। - বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। - সংসদে বাজেট পাশ হয় : ২৬ জুন, ২০২৩ । - কার্যকর হয়: ১ জুলাই, ২০২৩। - জিডিপির আকার: ৫০,০৬,৭৮২ কোটি টাকা। - বাজেটের আকার: ৭,৬১,৭৮৫ কোটি টাকা। - রাজস্ব প্রাপ্তি: ৫,০০,০০০ কোটি টাকা। - বাজেট ঘাটতি : ২,৬১,৭৮৫ কোটি টাকা। - সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন। - বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৩,০০০ কোটি টা
- গত ১০ জানুয়ারি ২০২২ সালে ইউক্রেনে যেকোনও মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে- এমন আশঙ্কায় সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ এই আলোচনায় বসেন।
- যদি কারো একই সঙ্গে সাধারণ ফ্লু ও করোনা—এই দুইয়ের উপসর্গ থাকে তাহলে তাকে বলা হচ্ছে ফ্লুরোনা। - এর লক্ষণগুলো হলো জ্বর, কাশি, ক্লান্তি, সর্দি, গলা ব্যথা ইত্যাদি। - একে অনেকে ডাবল সংক্রমণও বলছেন।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়। এসডিজির লক্ষ্যসমূহ হলো: - প্রথম : দারিদ্র্য নির্মূল - দ্বিতীয় : ক্ষুধামুক্তি - তৃতীয় : সুস্বাস্থ্য - চতুর্থ : মানসম্মত শিক্ষা - পঞ্চম : লিঙ্গ সমতা - ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - দশম : বৈষম্য হ্রাস - একাদশ : টেকসই শহর ও জনগণ - দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন - ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ - চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান - পঞ্চদশ : স্থলভাগের জীবন - ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
- ২০২২ সালের ৫ জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে জয় পায় বাংলাদেশ। - ম্যাচ সেরা নির্বাচিত হন এবাদত হোসেন চৌধুরী।
- মায়ানমারের সাথে বাংলাদেশের ৩ টি (রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার) জেলার সীমান্ত আছে। - বাংলাদেশের রাঙামাটি জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে। - বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলাটির সাথে ভারতের সীমান্ত নেই।
William Shakespeare এর বিখ্যাত Tragedy নাটকগুলোর মধ্যে Hamlet অন্যতম। নাটকের Hamlet হলো Denmark এর রাজকুমার। নাটকটির মূল উপজীব্য বিষয় হচ্ছে ডেনমার্কের রাজহত্যা এবং তার পুত্রের প্রলম্বিত প্রতিশোধ। এটিই Shakespeare এর সর্ববৃহৎ Tragedy নাটক।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে শীর্ষ ৫টি দেশের তালিকা (সর্বশেষ 31/07/2024 তারিখ অনুযায়ী):
- নেপাল: মোট 6,119 জন (5,430 পুরুষ, 689 মহিলা) - রুয়ান্ডা: মোট 5,876 জন (5,296 পুরুষ, 580 মহিলা) - বাংলাদেশ: মোট 5,866 জন (5,395 পুরুষ, 471 মহিলা) - ভারত: মোট 5,427 জন (5,284 পুরুষ, 143 মহিলা) - ইন্দোনেশিয়া: মোট 2,741 জন (2,561 পুরুষ, 180 মহিলা)
- ২০২৩ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন। - যা সাধারণত COP-28 নামে পরিচিত। - ইহা ২৮তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হয়েছে। - যা ৩০শে নভেম্বর থেকে ১২শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হয়েছে।
মার্কসবাদী বদরুদ্দীন উমর রচিত প্রবন্ধ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত)। তার রচিত অন্যান্য গ্রন্থঃ সাম্প্রদায়িকতা(১৯৬৬), ‘সংস্কৃতির সংকট’ (১৯৬৭), বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।