- এই বাক্যে 'as if' ব্যবহার করা হয়েছে, যা একটি অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি প্রকাশ করে। - যখন 'as if' বা 'as though' দিয়ে কোনো অবাস্তব ধারণা প্রকাশ করা হয়, তখন পরবর্তী ক্রিয়াপদটি (verb) তার অতীত রূপে (past tense) বসে। - এখানে বক্তা বোঝাতে চাইছেন যে, লোকটি আসলে সব জানে না, কিন্তু তার কথা বলার ভঙ্গিটা এমন যেন সে সব জানত। - এই ধরনের বাক্যকে Subjunctive Mood বলা হয়। - যদিও 'He talks' বর্তমান কালে (present tense) আছে, 'as if' ব্যবহারের কারণে 'knows' না হয়ে 'knew' হবে।
- ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ সাধারণত ১৭৯৮ সাল থেকে শুরু হয়ে ১৮৩২ সাল পর্যন্ত ধরা হয়। - ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কাব্যগ্রন্থ "Lyrical Ballads" প্রকাশিত হয়, যা রোমান্টিক যুগের সূচনা করে। - এই যুগের সাহিত্যে আবেগ, প্রকৃতি, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অতিপ্রাকৃত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হতো। - ১৮৩২ সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যু এবং ইংল্যান্ডে প্রথম সংস্কার আইন (Reform Act) পাসের মাধ্যমে এই যুগের সমাপ্তি বলে মনে করা হয়।
নোবেল পুরস্কার ২০২৫: - ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। - নরওয়েজিয়ান নোবেল কমিটি ভেনিজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তার অক্লান্ত ও সাহসী সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করেছে। তাকে "সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় বেসামরিক সাহসের এক অসাধারণ উদাহরণ" হিসেবে প্রশংসা করা হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে ভেনিজুয়েলার স্বৈরাচারের বিরুদ্ধে তার শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে সম্মান জানানো হয়েছে
- ২০২৫ সালে ক্রীড়া বিভাগে একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশের ক্রীড়া ইতিহাসে একটি বিশেষ মাইলফলক গড়ে। - এটি প্রথমবারের মতো কোনো ক্রীড়া দল হিসেবে একুশে পদক পেয়েছে। - বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালে দক্ষিণ এশীয় ফুটবলের শিরোপা জিতেছিল এবং পরবর্তী বছরগুলোতে দলের উন্নয়ন ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় সফল অবদান রেখেছে। - এই পদক তাদের ক্রীড়া অর্জন ও দেশের ক্রীড়াকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এটি নারী ক্রীড়ায় দেশের উন্নতি ও কৃতিত্বের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সম্মাননা।
- এটি ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া। - বাংলা ব্যাকরণে একে আদি স্বরাগম বলা হয়। - যখন কোনো শব্দের শুরুতে যুক্তব্যঞ্জন থাকে, তখন উচ্চারণের সুবিধার জন্য সেই শব্দের আদিতে বা শুরুতে একটি স্বরধ্বনির আগমন ঘটে। এই প্রক্রিয়াকেই আদি স্বরাগম বা ইংরেজিতে Prothesis বলে। - উদাহরণ: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন। - এখানে 'স্কুল' শব্দের 'স্ক' এবং 'স্টেশন' শব্দের 'স্ট' যুক্তব্যঞ্জন হওয়ায় উচ্চারণের সুবিধার্থে শুরুতে 'ই' স্বরধ্বনি যুক্ত হয়েছে।
- যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। - এখানে 'ভোজন' শব্দটি 'ভোজন করা' ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝাচ্ছে।
অন্যদিকে, - জনতা: এটি একটি সমষ্টিবাচক বিশেষ্য, যা দ্বারা একজাতীয় অনেক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝানো হয়। - চিনি: এটি একটি বস্তুবাচক বিশেষ্য, যা দ্বারা কোনো উপাদান বা বস্তুর নাম বোঝানো হয়। - সৌরভ: এটি একটি গুণবাচক বিশেষ্য, যা দ্বারা কোনো বস্তুর গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বোঝানো হয়।
হেলাল হাফিজ জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে। মৃত্যু: ২০২৪ সালের ১৩ ডিসেম্বর। শিক্ষাজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)।
কর্মজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে (১৯৮৬) কবিতা ৭১ (বাংলা ও ইংরেজি দুই ভাষায়, একুশে বইমেলা ২০১২) বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯) যে জলে আগুন জ্বলে(১৯৮৬): এটি প্রথম প্রকাশিত কাব্য। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পঙক্তি- 'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।'
সম্মাননা: ২০১৩ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' ও ২০২৫ সালে 'একুশে পদক' (মরণোত্তর) পান।
সঠিক উত্তরঃ D) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ - 'To be out for someone's blood' একটি বাগধারা (idiom), যার আক্ষরিক অর্থ কারো রক্তের জন্য বের হওয়া নয়। এর ভাবার্থ হলো কারো ওপর প্রচণ্ড রেগে থাকা এবং তাকে আক্রমণ করতে বা তার ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। - সুতরাং, "সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ" হলো এর সবচেয়ে সঠিক ও ভাবানুগ অনুবাদ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- 'তন্ডুল' একটি তৎসম শব্দ, যার অর্থ হলো 'চাল'। - এটি ধানের খোসা ছাড়ানোর পরের অবস্থাকে বোঝায়। - বাংলা ভাষায় 'চাল' শব্দটিই বেশি প্রচলিত। সুতরাং, 'তন্ডুল' এর সঠিক সমার্থক শব্দ হলো 'চাল'।
- 'প্রচ্ছন্ন' শব্দটির অর্থ হলো যা আচ্ছাদিত, আবৃত, গুপ্ত বা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। - অর্থাৎ, যা সরাসরি দেখা যায় না বা বোঝা যায় না। তাই এর সঠিক অর্থ হলো 'গোপন'।
অন্যদিকে, ফর্সা: উজ্জ্বল বর্ণ। কুৎসিত: দেখতে খারাপ বা বিশ্রী। অন্ধকার: আলোর অভাব।
- সাইপ্রাস প্রজাতন্ত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র। - ২০০৮ সালের ১ জানুয়ারি সাইপ্রাস পাউন্ডের পরিবর্তে ইউরো (€) কে তাদের সরকারী মুদ্রা হিসেবে গ্রহণ করে। - তাই, সাইপ্রাসের বর্তমান মুদ্রা হলো ইউরো।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর ট্যারিফ হার ২০% নির্ধারণ করা হয়েছে। - পূর্বে এটি ৩৭% পর্যন্ত ছিল, তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পর এটি কমিয়ে ২০% করা হয়। - এই হ্রাসকৃত ট্যারিফ হার বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য স্বস্তি নিয়ে এসেছে, যা দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস।
- প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ খ্রিষ্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। - পৈতৃক নিবাস- পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম। - তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক। - প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম- বীরবল। - প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ 'জয়দেব' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়। - 'হালখাতা' ('ভারতী' পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। - বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। - তিনি 'সবুজপত্র' (১৯১৪), 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন। - তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেন। - তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মারা যান। প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থসমূহ: - 'তেল-নুন-লাকড়ি' (১৯০৬), - 'বীরবলের হালখাতা' (১৯১৬), - 'নানাকথা' (১৯১৯), - 'আমাদের শিক্ষা' (১৯২০), - 'রায়তের কথা' (১৯২৬), - 'নানাচর্চা' (১৯৩২), - 'আত্মকথা' (১৯৪৬), - 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড- ১৯৫২, ২য় খণ্ড- ১৯৫৩)।
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - যেমন: আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে? প্রদত্ত বাক্যটিতে ভয় পাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে। - সুতরাং, 'রাঘব' অপাদান কারক এবং এর সাথে ৭মী বিভক্তির (রাঘব+এ) প্রয়োগ ঘটায় এটি অপাদানে ৭মী বিভক্তি।
- 'Constitution is the way of life the state has chosen for itself' উক্তিটি এরিস্টটলের। - এই বিখ্যাত উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের। তার মতে, সংবিধান শুধু কিছু আইনের সমষ্টি নয়, বরং এটি একটি রাষ্ট্রের জীবনযাত্রার প্রতিফলন, যা সেই রাষ্ট্রের জনগণ নিজেদের জন্য বেছে নিয়েছে।
- ওজোন স্তর (Ozone Layer) পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার বা বায়ুমন্ডলীয় স্তর অংশে অবস্থিত। - এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ থেকে ৩৫ কিলোমিটার (৯ থেকে ২২ মাইল) উপরে অবস্থিত। - ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির (UV radiation) বেশিরভাগ অংশ শোষণ করে পৃথিবীতে জীবজগৎকে রক্ষা করে।
- বাক্যটিতে 'ব্যাকরণে' পদটি দ্বারা একটি স্থান বা বিষয়কে বোঝানো হচ্ছে যেখানে পাণ্ডিত্য বা দক্ষতা রয়েছে। - ব্যাকরণের নিয়ম অনুযায়ী, কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা বোঝালে তা অধিকরণ কারক হয়। - 'ব্যাকরণ' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত হয়েছে, যা ৭মী বিভক্তির চিহ্ন। সুতরাং, এটি অধিকরণে ৭মী বিভক্তি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ধরি, আগে চালের দাম ছিল ১০০ টাকা এবং ব্যবহার হতো ১০০ কেজি। মোট খরচ হতো ১০০ × ১০০ = ১০০০০ টাকা। এখন দাম ২৫% বেড়ে নতুন দাম হলো ১২৫ টাকা। খরচ অপরিবর্তিত রাখতে হলে (১০০০০ টাকা), এখন ১২৫ টাকা দরে চাল কিনতে হবে। এখন চাল কেনা যাবে = ১০০০০ / ১২৫ = ৮০ কেজি। তাহলে ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮০ = ২০ কেজি। শতকরা ব্যবহার কমাতে হবে = (২০/১০০) × ১০০% = ২০%।
- একটি সুষম খাদ্য তালিকায় শর্করা (Carbohydrate), আমিষ (Protein) এবং স্নেহ (Fat) জাতীয় খাবারের একটি নির্দিষ্ট অনুপাত থাকা প্রয়োজন। - স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই আদর্শ অনুপাতটি হলো ৪:১:১। - এর অর্থ হলো, মোট গৃহীত ক্যালোরির প্রায় ৬০% শর্করা থেকে, ১৫-২০% আমিষ থেকে এবং বাকি ২০-২৫% স্নেহ জাতীয় খাবার থেকে আসা উচিত, যা ভরের অনুপাতে প্রায় ৪:১:১ হয়।
- 'জঙ্গল' শব্দটি বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত শব্দ, যার অর্থ অরণ্য বা বন। - এই শব্দটি ফারসি (Persian) ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। - ফারসি ভাষায়ও 'জঙ্গল' (جنگل) শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়।
- বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। - ১১৮ (১) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে।
(০.০১)² = ০.০১ × ০.০১ গুণ করার সময়, ১ × ১ = ১ হয়। দশমিকের পর প্রথম সংখ্যাটিতে ২টি এবং দ্বিতীয় সংখ্যাটিতে ২টি ঘর আছে। সুতরাং, গুণফলে দশমিকের পর মোট ২+২=৪টি ঘর থাকবে। (০.০১)² = ০.০০০১ এখন ০.০০০১ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয়: ০.০০০১ = ১/১০০০০ সুতরাং সঠিক উত্তর হলো ১/১০০০০।
- অর্ধবৃত্ত (Semicircle) হলো একটি বৃত্তের অর্ধেক অংশ। - বৃত্তের ব্যাসার্ধকে ধরে অর্ধবৃত্তের ভেতরে যে কোণ তৈরি হয়, তা সর্বদা সমকোণ (Right Angle) হয়। অর্থাৎ ৯০°।
উদাহরণ: - যদি একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্তকে সংযুক্ত করে তৃতীয় বিন্দুতে কোণ তৈরি করা হয়, সেই কোণ সবসময় ৯০° হবে।
- ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা অগ্ন্যাশয়ের (pancreas) আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। - এর প্রধান কাজ হলো রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা নিয়ন্ত্রণ করা। - এটি শরীরকে গ্লুকোজ ব্যবহার করতে এবং শক্তি হিসেবে সঞ্চয় করতে সাহায্য করে। - ডায়াবেটিস রোগে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা ঠিকভাবে ব্যবহার করতে পারে না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- "Run or die" একটি যৌগিক বাক্য (compound sentence), যেখানে 'or' দ্বারা দুটি বিকল্প পরিস্থিতি বোঝানো হয়েছে। - একে সরল বাক্যে (simple sentence) রূপান্তর করতে হলে, বাক্যের গঠন পরিবর্তন করে একটিমাত্র প্রধান ক্রিয়া (main verb) রাখতে হবে এবং অর্থ অপরিবর্তিত রাখতে হবে। - "In case of your failure to run" (দৌড়াতে ব্যর্থ হলে) একটি phrase যা শর্ত বোঝাচ্ছে এবং "you will die" হলো তার ফল। - এই বাক্যে একটিই প্রধান ক্রিয়া আছে, তাই এটি একটি সরল বাক্য যা মূল বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।