খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী) - ৩১.১২.২০২১ (100 টি প্রশ্ন )
মনে করি ,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক=x
"              দশক   "          "=y
অতএব, সংখ্যাটি =১০y+x
প্রশ্নমতে ,y=২x
তাহলে,
অঙ্কদ্বয়ের সমষ্টি =x+y=x+২x=৩x
অতএব, সংখ্যাটি =১০.২x+x
                           =২০x+x
                           =২১x
                           =৭×৩x
                           =৭× অঙ্কদ্বয়ের সমষ্টি


ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স -২০২৪ অনুযায়ী সাইবার নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান ৩৭ তম ।
সূত্র - NCSI ওয়েবসাইট।
২০% ক্ষতিতে বিক্রয় করায় ক্রয়মূল্য
=১০০/৮০   × ৪৫০০০
=৫২২০০ টাকা
Masculine ----------Feminine
Drone      ----------Bee
Sire-----------------Dame
Buck ---------------Doe
Drake --------------Duck
Ricochet (মাটিতে পরে লাফিয়ে ওঠা),Imprimatur (কোন কিছু মুদ্রনের দাপ্তরিক অনুমতি );Ponitificate (পোপগিরি ) শব্দগুলো noun হিসেবে ব্যবহৃত হয় ।অন্যদিকে ,ordain (আদেশ দেওয়া ) শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয় ।
4log3-log9
=4log3-log3²
=4log3-2log3
=2log3
=log3²
=log9


man of straw(অপদার্থ লোক /অস্তিত্বহীন লোক ) idiom-টির অর্থ a man of no substance
ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পরের সাথে ৩৬০ ডিগ্রী উপেক্ষা ছোট কোণ উৎপন্ন করে ঘণ্টায় ২ বার ।
অতএব , ৩০⁰ কোণ উৎপন্ন করে ১ ঘণ্টায় ২ বার
                                                 ১২ "      ২২ বার [নোট-২ অনুসারে]
                                        এবং   ২৪ "      ৪৪ বার  [নোট-১ অনুসারে]
এখানে ,যেহেতু ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টা কোন সময়ের কথা উল্লেখ নাই,সেহেতু অপশনে সঠিক উত্তর হিসেবে অপশন (ক) ২২ বার নেওয়া যেতে পারে 
 
নোট-১ঃ ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের সাথে সমকোণ উৎপন্ন করে = ৪৪ বার [প্রতি ঘন্টায় ২বার করে ২৪ ঘন্টায় ৪৮ বার করার কথা। কিন্তু প্রকৃতপক্ষে দুপুর ও রাত ২:০০টা থেকে ২:৫৯ এবং ৮:০০টা থেকে ৮:৫৯ এই ৪ ঘন্টায় ১বার করে সমকোণ উৎপন্ন হয়।]
নোট-২ঃ ঘন্টা ও মিনিটের কাটা একটি অপরটির ওপরে অবস্থান করে = ২২ বার [প্রতি ঘন্টায় ১বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু সকাল ও রাত ১১:০০ থেকে ১১:৫৯ এই সময়ে কাটা দুটি একটি অপরটির ওপরে অবস্থান করে না।]
নোট-৩ঃ ঘন্টা ও মিনিটের কাটা একটি অপরটির ঠিক বিপরীতে অবস্থান করে = ২২ বার। [প্রতি ঘন্টায় ১ বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু ভোর ও সন্ধ্যে ৫:০০টা থেকে ৫:৫৯ এই দুই ঘন্টায় কাটা দুটি একটি অপরটির বিপরীতে অবস্থান করে না।]

যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বুঝায় ,তাকে সম্বন্ধ বাচক দ্বন্দ্ব বলে। 
যেমনঃ 
- দম্‌ (জায়া ) ও পতি =দম্পতি ।
- সিংহ চিহ্নিত আসন =সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয় ); 
- পথের রাজা =রাজপথ (তৎপুরুষ ) ;
- প্র (প্রকৃষ্ট রুপে ) ভাত (আলোকিত )= প্রভাত (প্রাদি সমাস ) ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Humlity এর synonym হচ্ছে modesty (ভদ্রতা) ।
Humanity =মানবতা
Humiliate=অবমাননা করা
insult=অপমান করা
মনে করি,
বাঁশের টুকরার সাইজগুলো ৩x,৭x,১০x
"         "        " যোগফল      = ৩x+৭x+১০x
                                        =২০x
প্রশ্নমতে , ২০x=৬০
          বা,x=৬০/২০
অতএব, x=৩

অএতব,১ম টুকরার দৈর্ঘ্য ৩×৩=৯ মিটার
           ২য়  "            "    =৩×৭=২১ মিটার
           ৩য়   "          "     =৩×১০=৩০ মিটার


বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুই পদ এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ । 
যেমন -দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন ।
এ বাক্যটিতে 'রা' (অভিজাত্রী+রা) ,'এর' (মানুষ +এর) ,'র' (কল্পনা +র),'এ' (মঙ্গলগ্রহ +এ) প্রভৃতি চিহ্নগুলো বিভক্তি ।

পরিবর্ধিত জনবল (৯+৩) =১২ জন
৯ জন লোকে একটি কাজ করতে পারে ১২ দিনে
১ "      "         "        "             "      "   ১২×৯ "
১২ "      "         "        "             "      "( ১২×৯)/১২ "
                                                     =৯ দিনে
-তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে ,অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়; আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন - গ্রন্থ+আগার (অ+আ=আ)=গ্রন্থাগার ; হিম +আলয় =হিমালয়

যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্যে ) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয় ) থাকে ,তাকে সরল বাক্য বলে।
তবে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে । যেমন -মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে ।
প্রদত্ত উদাহরণটির যৌগিক রুপ হল -মেঘ গর্জন করে ,তবে ময়ূর নৃত্য করে ।

বাংলা ভাষায় আগত ফারসি শব্দসমূহ ঃ সবুজ,আসমান ,খোদা ,গুনাহ ,দোযখ ,নামায ,পয়গম্বর ,ফেরেশতা ,বেহেশত ,রোযা ,হাদিস,কারখানা ,চশমা ,জবানবন্দি ,তোশক ,দফতর ,দরবার ,দোকান ,দস্তখত ,দৌলত ,নালিশ ,বাদশাহ ,বান্দা ,মেথর ,রসদ ,হাঙ্গামা ,আমদানি ,জানোয়ার ,জিন্দা ,নমুনা ,বদমাশ ,রফতানি ,বারান্দা ,ফিরিঙ্গি ইত্যাদি ।
John Galsworthy ,Winston Churchill,Orhan Pamuk যথাক্রমে 1932,1953 ও 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
অন্যদিকে ,Elizabeth Barrett Browning কখনো নোবেল পুরস্কার লাভ করেননি ।
৪÷০.১২৫
=৪÷১২৫/১০০০
=৪×১০০০/১২৫
=৪×৮
=৩২
দেওয়া আছে ,
secA+tanA=5/2

আমরা জানি ,
     sec²A - tan²A= 1
বা,(secA+tanA)(secA-tanA)=1
বা,5/2×(secA-tanA)=1
বা,secA-tanA=2/5

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে ,তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন - 'সাইরেন বেজে উঠল ।এখানে 'বেজে' অসমাপিকা ক্রিয়া এবং 'উঠল ' সমাপিকা ক্রিয়া ।
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ"
♦ পুঞ্জ -মেঘপুঞ্জ ,দ্বীপপুঞ্জ; 
♦ রাজি- বৃক্ষরাজি ,তারকারাজি;
♦ নিচয় -কুসুমনিচয় ।

ভূ- পৃষ্ঠের কোন উঁচু স্থান থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে দেখা যায় যে , এটি যতই নিকটবর্তী হয় ততই এর বেগ বৃদ্ধি পায় ।অর্থাৎ অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পড়ন্ত বস্তুর বেগের পরিবর্তন হয়। অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয় । ভূপৃষ্ঠে g এর মান শূন্য ।চন্দ্রপৃষ্ঠে g এর মান ভূ- পৃষ্ঠে এর মানের ছয় ভাগের এক ভাগ ।
- পূর্বপদে তৃতীয়া বিভক্তি (দ্বারা ,দিয়া ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয় তাই তৃতীয়া তৎপুরুষ সমাস ।
- যেমন: মণ দ্বারা গড়া = মনগড়া ;বাক দ্বারা দত্তা = বাগদত্তা ।
জসীমউদ্দীনের ধানক্ষেত কাব্যগ্রন্থের কবিতা 'নিমন্ত্রণ' এর পঙক্তি 'তুমি যাবে ভাই -যাবে মোর সাথে ,আমাদের ছোট গাঁয় ,/গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় ।'
মনে করি,
সংখ্যাটি =x
প্রশ্নমতে ,৩x+2x=৯০
            বা, ৫x=৯০
                x=১৮


আদেশ ,নিষেধ ,উপদেশ ,অনুরোধে ,আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয় ।যেমন ঃপাতিসনে শিলাতলে পদ্মপাতা।প্রদত্ত উদাহরণটি বর্তমান কালের অনুজ্ঞা হিসেবে উপদেশ অর্থে ব্যবহৃত হয়েছে।
• A government by the rich =Plutocracy
• A government by one man who has unlimited power =Autocracy
• A government by a small group of people =Oligarchy
• A government by the nobles =Aristocracy
'স্বর্গ ' শব্দের সমার্থক শব্দ ঃ ত্রিদিব ,দেবলোক ,দ্যুলোক ,বেহেশত ,সুরলোক ,ত্রিদশালয় , অমরালয় ,অমরা ,অমরাবতী ,ইন্দ্রলোক ,বেহেশত ,জান্নাত ।ভৃঙ্গ অর্থ ভ্রমর /ফিঙে পাখি ;সবিতা অর্থ সূর্য ; উদধি অর্থ সমুদ্র ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
• ইকা - প্রত্যয়:
ক. যে সব শব্দের শেষে অক্ রয়েছে সেসব শব্দে 'অক্' স্থলে 'ইকা' হয়।
যেমন-
বালক - বালিকা
সেবক - সেবিকা
চালক - চালিকা
অধ্যাপক - অধ্যাপিকা

• ক্ষুদ্রার্থে 'ইকা' যোগ হয়
যেমনঃ
- নাটক- নাটিকা
- মালিকা- মালিকা
- গীত - গীতিকা
- পুস্তক - পুস্তিকা
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়)



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0