উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী?
Solution
Correct Answer: Option D
- উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী।
- এটি রাশিয়া (এশিয়া) এবং আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র (উত্তর আমেরিকা) এর মধ্যে অবস্থিত।
- বেরিং প্রণালী প্রায় ৮২ কিমি চওড়া এবং ৩০-৫০ মিটার গভীর। এটি বেরিং সাগর (প্রশান্ত মহাসাগর) এবং চুকচি সাগর (আর্কটিক মহাসাগর)কে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা বেরিং প্রণালীর মধ্য দিয়ে গেছে।
- এই প্রণালীর মধ্যেই ডিওমেডি দ্বীপ অবস্থিত।