Solution
Correct Answer: Option D
- এখানে home শব্দটি কোথায় বা কোন স্থানে ফিরে যাওয়া হলো তা নির্দেশ করছে।
- এমন শব্দ যা কর্ম, অবস্থা বা ক্রিয়ার সঙ্গে স্থানের, সময়ের, বা পরিস্থিতির তথ্য যোগ করে, তাকে Adverb (ক্রিয়াবিশেষণ) বলা হয়।
- home এখানে কোন জায়গায় ফিরে যাওয়া হলো তা বোঝাচ্ছে → এটি Adverb of place।
- যদি এটি কোন noun-এর আগে ব্যবহার হত যেমন “home work”, তাহলে adjective হতো। কিন্তু ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে adverb হয়।
অতএব, সঠিক উত্তর: Adverb।