If I ______ a millionaire, I ______ helped every worthy cause. Fill in the blank with correct right form of verbs.
Solution
Correct Answer: Option C
- এটি একটি Third Conditional Sentence, যা অতীতের কোনো কাল্পনিক বা অপূর্ণ অবস্থাকে প্রকাশ করে।
- এই ধরনের বাক্যের গঠন হলো: If + Past Perfect Tense, ... would have + Verb-এর Past Participle form।
- বাক্যটির অর্থ হলো, অতীতে যদি কোনো একটি শর্ত পূরণ হতো, তাহলে তার ফলাফল কী হতে পারত।
- এখানে "If I had been a millionaire" (আমি যদি মিলিয়নিয়ার হতাম) একটি অপূর্ণ শর্ত, কারণ বাস্তবে আমি মিলিয়নিয়ার ছিলাম না।
- এবং "I would have helped every worthy cause" (আমি প্রতিটি ভালো কাজে সাহায্য করতাম) হলো সেই অপূর্ণ শর্তের কাল্পনিক ফলাফল।
- যেহেতু বাক্যটি অতীতের একটি অসম্ভব কল্পনাকে নির্দেশ করছে, তাই Past Perfect Tense (had been) এবং would have + verb (p.p) ব্যবহৃত হয়েছে।
সম্পূর্ণ বাক্যটি হলো: If I had been a millionaire, I would have helped every worthy cause. (আমি যদি একজন মিলিয়নেয়ার হতাম, তবে আমি প্রতিটি যোগ্য উদ্যোগে সাহায্য করতাম।)