'বর্ণচোরা' শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

A বহুব্রীহি

B রূপক কর্মধারয়

C উপপদ তৎপুরুষ

D উপমান কর্মধারয়

Solution

Correct Answer: Option C

- কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস
যেমন:
পঙ্কে জন্মে যা=পঙ্কজ।
পকেট মারে যে= পকেটমার;
বর্ণ চুরি করে যে= বর্ণচোরা;
গায়ে পড়া এক্সে= গায়েপড়া;
শিরো ধার্য যা= শিরোধার্য;
জাদু করে যে= জাদুকর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions