A নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ
B নদীর চর জাগলে যারা দখল করতে চায়
C নদীতে যারা সারা বছর মাছ ধরে
D নদীর পাড়ে যারা বসবাস করে
Solution
Correct Answer: Option A
- 'নদী সিকস্তি' একটি পরিভাষা যা সেইসব মানুষ বা জনগোষ্ঠীকে বোঝায় যারা নদীর ভাঙনের ফলে তাদের ঘরবাড়ি, জমিজমা ও সহায়-সম্পত্তি হারিয়ে নিঃস্ব বা সর্বস্বান্ত হয়ে পড়ে।
- 'সিকস্তি' শব্দটি ফারসি 'শিকস্ত' থেকে এসেছে, যার অর্থ পরাজয় বা ভাঙন।
সুতরাং, নদী সিকস্তি বলতে নদীর ভাঙনের কাছে পরাজিত বা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বোঝানো হয়।