Solution
Correct Answer: Option A
- অর্ধবৃত্ত (Semicircle) হলো একটি বৃত্তের অর্ধেক অংশ।
- বৃত্তের ব্যাসার্ধকে ধরে অর্ধবৃত্তের ভেতরে যে কোণ তৈরি হয়, তা সর্বদা সমকোণ (Right Angle) হয়। অর্থাৎ ৯০°।
উদাহরণ:
- যদি একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্তকে সংযুক্ত করে তৃতীয় বিন্দুতে কোণ তৈরি করা হয়, সেই কোণ সবসময় ৯০° হবে।
অতএব, সঠিক উত্তর: ৯০ ডিগ্রি।