অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

A ৯০ ডিগ্রি

B ৪৫ ডিগ্রি

C ৬০ ডিগ্রি

D ৩০ ডিগ্রি

Solution

Correct Answer: Option A

- অর্ধবৃত্ত (Semicircle) হলো একটি বৃত্তের অর্ধেক অংশ।
- বৃত্তের ব্যাসার্ধকে ধরে অর্ধবৃত্তের ভেতরে যে কোণ তৈরি হয়, তা সর্বদা সমকোণ (Right Angle) হয়। অর্থাৎ ৯০°।

উদাহরণ:
- যদি একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্তকে সংযুক্ত করে তৃতীয় বিন্দুতে কোণ তৈরি করা হয়, সেই কোণ সবসময় ৯০° হবে।

অতএব, সঠিক উত্তর: ৯০ ডিগ্রি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions