চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

A ৩১%

B ২০%

C ২১%

D ৩০%

Solution

Correct Answer: Option B

ধরি, আগে চালের দাম ছিল ১০০ টাকা এবং ব্যবহার হতো ১০০ কেজি। মোট খরচ হতো ১০০ × ১০০ = ১০০০০ টাকা।
এখন দাম ২৫% বেড়ে নতুন দাম হলো ১২৫ টাকা।
খরচ অপরিবর্তিত রাখতে হলে (১০০০০ টাকা), এখন ১২৫ টাকা দরে চাল কিনতে হবে।
এখন চাল কেনা যাবে = ১০০০০ / ১২৫ = ৮০ কেজি।
তাহলে ব্যবহার কমাতে হবে = ১০০ - ৮০ = ২০ কেজি।
শতকরা ব্যবহার কমাতে হবে = (২০/১০০) × ১০০% = ২০%।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions