‘হপ্ত পয়কার’ কার রচনা?

A সৈয়দ আলাওল

B দীনবন্ধু মিত্র

C জৈনুদ্দীন

D অমিয় দেব

Solution

Correct Answer: Option A

সৈয়দ আলাওল রচিত "হপ্তপয়কার " কাব্যটি পারস্যের কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ। এ কাব্যের আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনি বর্ণিত হয়েছে।

তার রচিত বিখ্যাত গ্রন্থ- পদ্মাবতি, তোহফা, সিকান্দারনামা, রত্তনকলিকা আনন্দবর্মা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions