Solution
Correct Answer: Option C
কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক তাত্ত্বিক যিনি কমিউনিজম সম্পর্কে তার ধারণা এবং পুঁজিবাদের সমালোচনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি ১৮১৮ সালে জার্মানির ট্রিয়ারে জন্মগ্রহণ করেন এবং ১৮৮৩ সালে লন্ডনে মারা যান। তাকে সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক প্রবক্তা বলে।
- তার রচিত গ্রন্থের মধ্যে দ্য কমিউনিস্ট মেনিফ্যাস্টো, দাস ক্যাপিটাল সর্বাধিক প্রসিদ্ধ।
- মার্ক্স তার লেখনির মাধ্যমে যে মতবাদকে তুলে ধরেন তা মার্ক্সবাদ নামে পরিচিত।
তার লেখা আরো কয়েকটি বইঃ
- Communist Manifesto
- Holy Family
- The Poverty of Philosophy ইত্যাদি।
তার বিখ্যাত উক্তি হলঃ মানব সমাজের ইতিহাস মূলত শ্রেনী সংগ্রামের ইতিহাস।