কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরী করেছে-
A ইন্টারনেট ফোরাম
B বিল গেইটস
C গুগল
D হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল
Solution
Correct Answer: Option D
- মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানব মস্তিষ্কের সবচেয়ে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল।
- ২০১৪ সালে ইপিলেপ্সি সার্জারির সময় এক রোগীর মস্তিষ্ক থেকে সরানো সেরিব্রাল করটেক্সের এক ঘন মিলিমিটার অংশের ওপর ভিত্তি করে এই গবেষণা পরিচালিত হয়।
- এক বছর ধরে জীব বিজ্ঞানী ও মেশিন-লানিং বিশেষজ্ঞদের একটি দল মস্তিষ্কের এ ছোট টিস্যুর নমুনাটি বিশ্লেষণ করেছে।
- এই অংশ প্রায় ৫৭ হাজার কোষ ও ১৫ কোটি সিন্যাপসিস ধারণ করে।
- তাদের এ আবিষ্কার মস্তিষ্কের সংযোগ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।