Which period is known as " Romantic Period" of English literature?
Solution
Correct Answer: Option A
- ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ সাধারণত ১৭৯৮ সাল থেকে শুরু হয়ে ১৮৩২ সাল পর্যন্ত ধরা হয়।
- ১৭৯৮ সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কাব্যগ্রন্থ "Lyrical Ballads" প্রকাশিত হয়, যা রোমান্টিক যুগের সূচনা করে।
- এই যুগের সাহিত্যে আবেগ, প্রকৃতি, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অতিপ্রাকৃত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হতো।
- ১৮৩২ সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যু এবং ইংল্যান্ডে প্রথম সংস্কার আইন (Reform Act) পাসের মাধ্যমে এই যুগের সমাপ্তি বলে মনে করা হয়।