"সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।" Which one is correctly translated into English?
A He talks like he knew everything.
B He talks as if he knew everything.
C He talks after knowing everything.
D He talks like he knows everything.
Solution
Correct Answer: Option B
সঠিক উত্তরঃ B) He talks as if he knew everything.
- এই বাক্যে 'as if' ব্যবহার করা হয়েছে, যা একটি অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি প্রকাশ করে।
- যখন 'as if' বা 'as though' দিয়ে কোনো অবাস্তব ধারণা প্রকাশ করা হয়, তখন পরবর্তী ক্রিয়াপদটি (verb) তার অতীত রূপে (past tense) বসে।
- এখানে বক্তা বোঝাতে চাইছেন যে, লোকটি আসলে সব জানে না, কিন্তু তার কথা বলার ভঙ্গিটা এমন যেন সে সব জানত।
- এই ধরনের বাক্যকে Subjunctive Mood বলা হয়।
- যদিও 'He talks' বর্তমান কালে (present tense) আছে, 'as if' ব্যবহারের কারণে 'knows' না হয়ে 'knew' হবে।