প্রথম ইন্তিফাদা কয় বছর চলে? 

A ৩ বছর 

B ৫ বছর 

C ৬ বছর 

D ৮ বছর 

Solution

Correct Answer: Option C

•  ‘ইন্তিফাদা’ শব্দটি আরবি। শাব্দিক অর্থ উত্থান।
•  প্রচলিত অর্থে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণঅভ্যুত্থান।
•  ১৯৮০ এর দশকের শেষ দিকে গাজা এলাকায় ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়।
•  গাজা এলাকা ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে আছে।
•  প্রথম ইন্তিফাদা ১৯৮৭-১৯৯৩ সাল পর্যন্ত চলে। এ ছয় বছরে আইডিএফ আনুমানিক ১,১৬২-১,২০৪ জন ফিলিস্তিনি হত্যা করে।
•  দ্বিতীয় ইন্তিফাদা সংঘটিত হয়েছিল ২০০০-২০০৫ সাল পর্যন্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions