Solution
Correct Answer: Option D
- বৃত্তস্থ সামন্তরিক বলতে এমন একটি সামন্তরিক বোঝায়, যার সব কোণ সমকোণ হয়।
- শুধুমাত্র আয়তক্ষেত্রই একটি সামন্তরিক, যার চারটি কোণ ৯০° এবং সেটি একটি বৃত্তে আঁকা যায় (অর্থাৎ আয়তক্ষেত্রের চারটি কোণই পরস্পর সম্পূরক)।
- অন্যদিকে, রম্বস এবং সাধারণ সামন্তরিকের কোণ ৯০° নাও হতে পারে। তাই বৃত্তস্থ সামন্তরিক = আয়তক্ষেত্র।