একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত-
Correct Answer: Option A
ধরি, ভূমির দৈর্ঘ্য 4x মিটার
লম্বের " (4x এর 3/4) = 3x মিটার
এখন, (লম্ব)^2 + (ভূমি)^2 = (অতিভুজ)^2
=> (3x)^2 + (4x)^2 = (25)^2
=> 9x^2 +16x^2 = 625
=> 25x^2 = 625
=> x^2 = 25
x = 5
ভূমির দৈর্ঘ্য (4×5) মিটার = 20 মিটার
লম্বের " (3×5) " = 15 "
অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত = 15:20 = 3:4
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions