'আমার বন্ধু রাশেদ' একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস। এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। এর প্রকাশকাল ১৯৯৪ সালে, আর এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন
অন্যান্য কিশোর উপন্যাস- দীপু নম্বর টু, হাতকাটা রবিন, টি-রেক্সের সন্ধানে, বুবুনের বাবা, আমি তপু।