কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?

A ১৯৪৮ সালে

B ১৯৫২ সালে

C ১৯৪৯ সালে

D ১৯৪৭ সালে

Solution

Correct Answer: Option D

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নিয়ে পরীক্ষায় কনফিউশনে পড়তে হয় , তাই সতর্ক হোন ©© রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ১ অক্টোবর ১৯৪৭ আহব্বায়ক ছিলেন - এএসএম নুরুল হক ভূইয়া ©© দ্বিতীয়বারের মত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ২ মার্চ ১৯৪৮ আহব্বায়ক ছিলেন -- শামসুল আলম ©© রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ( বিশ্ববিদ্যালয়) গঠিত হয় -- ১১ মার্চ ১৯৫০ আহব্বায়ক ছিলেন -- আবদুল মতিন ©© সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় -- ৩০ জানুয়ারি ১৯৫২ আহব্বায়ক ছিলেন - কাজী গোলাম মাহবুব

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions