বাংলাদেশের সাহিত্যে 'শামসুর রাহমান' এর পরিচয় কি?

A কবি

B সাহিত্যিক

C উপন্যাস রচয়িতা

D প্রবন্ধ রচয়িতা

Solution

Correct Answer: Option A

শামসুর রাহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর সাহিত্য কর্মের মধ্যে কাব্যগ্রন্থ তার উল্লেখ্যযোগ্য সৃষ্টি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার মোট ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলো,
- “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে”,
- “রৌদ্র করোটিতে”,
- “নিরালোক দিব্যরথ",
- “নিজবাসভূমে”,
- “আমি অনাহারী”
- "স্বাধীনতা তুমি",
- “তুমি আসবে বলে হে স্বাধীনতা" ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions