কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?

A বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি

B বনলতা সেন ও উত্তর ফাল্গনী

C ঝরা পালক ও রাখালী

D ছাড়পত্র ও বনলতা সেন

Solution

Correct Answer: Option A

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি ইত্যাদি।
এই কাব্যগ্রন্থগুলাের মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিলাে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions