কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
Solution
Correct Answer: Option C
(100 − 4) = 96
(184 − 4) = 180
এখন প্রশ্নটা দাঁড়ায়:
৯৬ ও ১৮০–এর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ যায়?
অর্থাৎ আমাদের বের করতে হবে: ৯৬ ও ১৮০–এর গ.সা.গু
96 = 2 × 2 × 2 × 2 × 2 × 3 = 2⁵ × 3
180 = 2 × 2 × 3 × 3 × 5 = 2² × 3² × 5
গ.সা.গু : 2² × 3 = 4 × 3 = 12